সরকারি কর্মীদের সপ্তাহে দু’দিন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সিকিম: কথা রাখলেন মুখ্যমন্ত্রী৷ শপথ নেওয়ার পরই সরকারি কর্মীদের সপ্তাহে দু’দিন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ এখন থেকে সরকারি কর্মীরা সপ্তাহে পাঁচ দিন কাজ কবেন৷ শনিবার ও রবিবার এই দু’দিন সমস্ত সরকারি দপ্তর ছুটি থাকবে৷ তবে, ছুটি ঘোষণা করার পাশাপাশি দিনের কাজ দিনেই শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে বিধায়কদের স্করপি গাড়িও উপহার দিয়েছেন তিনি৷ বিপুল

সরকারি কর্মীদের সপ্তাহে দু’দিন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সিকিম: কথা রাখলেন মুখ্যমন্ত্রী৷ শপথ নেওয়ার পরই সরকারি কর্মীদের সপ্তাহে দু’দিন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ এখন থেকে সরকারি কর্মীরা সপ্তাহে পাঁচ দিন কাজ কবেন৷ শনিবার ও রবিবার এই দু’দিন সমস্ত সরকারি দপ্তর ছুটি থাকবে৷ তবে, ছুটি ঘোষণা করার পাশাপাশি দিনের কাজ দিনেই শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে বিধায়কদের স্করপি গাড়িও উপহার দিয়েছেন তিনি৷

সরকারি কর্মীদের সপ্তাহে দু’দিন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীরবিপুল ভোটে জয়ী হয়ে সোমবার সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন প্রেম সিং চামলিং৷ শপথ নেওয়ার পরই প্রতিশ্রুতি পূরণ করেন মুখ্যমন্ত্রী৷ গত ১১ এপ্রিল সিকিমে বিধানসভা নির্বাচন হয়৷ ৩২টি আসনের মধ্যে ১৭টি আসন দখল করে সিকিম ক্রান্তিকারি মোর্চা৷ ১৫টি আসন দখল করে সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট৷ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার ডাক পেয়েছেন প্রেম সিং চামলিংর সিকিম ক্রান্তিকারি মোর্চা৷ সোমবাই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন৷ নির্বাচনী প্রচারে প্রেম সিং চামলিং প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁর ক্ষমতায় এসেই সরকারি কর্মীদের জন্য দু’দিনের ছুটি ঘোষণা করবেন৷ নির্বাচনী প্রতিশ্রুতি মেনে এই ঘোষণা সিকিমের মুখ্যমন্ত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eighteen =