ফের সুখবর শোনাতে চলেছে কেন্দ্র, এক লাফে বাড়ছে বরাদ্দ

নয়াদিল্লি: কর্মরত শ্রমিক পরিবারের পাশে দাঁড়াতে খুব শীঘ্রই সুখবর আনতে চলেছে কেন্দ্রের মোদি সরকার৷ কর্মরত অবস্থায় শ্রমিক মৃত্যুর ক্ষতিপূরণ একলাফে দ্বিগুণ করতে চলেছে কেন্দ্র৷ এমনকী, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বা আঙ্গহানী হলে ক্ষতিপূরণের বরাদ্দ অর্থ বেশ কিছুটা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে শ্রমমন্ত্রীর৷ শ্রমিক পরিবারের পাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে৷ আগামী মাসেই এই বৈঠক

ফের সুখবর শোনাতে চলেছে কেন্দ্র, এক লাফে বাড়ছে বরাদ্দ

নয়াদিল্লি: কর্মরত শ্রমিক পরিবারের পাশে দাঁড়াতে খুব শীঘ্রই সুখবর আনতে চলেছে কেন্দ্রের মোদি সরকার৷ কর্মরত অবস্থায় শ্রমিক মৃত্যুর ক্ষতিপূরণ একলাফে দ্বিগুণ করতে চলেছে কেন্দ্র৷ এমনকী, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বা আঙ্গহানী হলে ক্ষতিপূরণের বরাদ্দ অর্থ বেশ কিছুটা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে শ্রমমন্ত্রীর৷

শ্রমিক পরিবারের পাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে৷ আগামী মাসেই এই বৈঠক হওয়ার কথা৷ মনে করা হচ্ছে, ওই বৈঠক থেকেই এই বিষয়ে চূড়ান্ত শিলমোহর দিতে পারে কেন্দ্রীয় সরকার৷ সবকিছু ঠিকঠাক থাকলে শ্রমিকদের কর্মরত অবস্থায় মৃত্যু কালীন ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা হতে পারে কেন্দ্র৷ দুর্ঘটনাজনিত মৃত্যু বা অঙ্গহানির ক্ষেত্রে শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে৷

গত ১০ বছরে এই নিয়ে শেষবার বিবেচনা করা করা হয়েছিল ইউপিএ সরকারের আমলে৷ এবার মোদি সরকার সেই ক্ষতিপূরণের অঙ্ক বাড়তে চলেছে বলে খবর৷ এই মুহূর্তে গোটা দেশে ৫ কোটি শ্রমিক রয়েছেন৷ তাঁদের সুরক্ষা ও তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষা দিতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে৷ এই মুহূর্তে শ্রমিক দুর্ঘটনার ক্ষেত্রে ২০ হাজার টাকা অনুমোদন পাওয়া যায়৷ এই বরাদ্দ বেশ খানিকটা বাড়বে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *