ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা বাতিল করল কেন্দ্র

নয়াদিল্লি: আঞ্চলিক ভাষার অধিকারের দাবি নিয়ে বিরোধীদের বিক্ষোভ কেন্দ্রীয় সরকারি দপ্তরে নিয়োগ পরীক্ষা বাতিল করে দিতে বাধ্য হল মোদি সরকার৷ যোগাযোগ মন্ত্রকের আওতায় ডাক বিভাগে সর্বভারতীয় নিয়োগ পরীক্ষা হয়েছে ১৪ জুলাই৷ বিরোধীদের চাপে ওই পরীক্ষা বাতিলের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের৷ রাজ্যসভায় কেন্দ্রীয় সংস্থা নিয়োগ পরীক্ষায় আঞ্চলিক পরীক্ষার বিষয়টি উত্থাপন করে তামিলনাড়ুর এডিএমকে সংসদ সদস্য

ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা বাতিল করল কেন্দ্র

নয়াদিল্লি: আঞ্চলিক ভাষার অধিকারের দাবি নিয়ে বিরোধীদের বিক্ষোভ কেন্দ্রীয় সরকারি দপ্তরে নিয়োগ পরীক্ষা বাতিল করে দিতে বাধ্য হল মোদি সরকার৷ যোগাযোগ মন্ত্রকের আওতায় ডাক বিভাগে সর্বভারতীয় নিয়োগ পরীক্ষা হয়েছে ১৪ জুলাই৷ বিরোধীদের চাপে ওই পরীক্ষা বাতিলের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের৷

রাজ্যসভায় কেন্দ্রীয় সংস্থা নিয়োগ পরীক্ষায় আঞ্চলিক পরীক্ষার বিষয়টি উত্থাপন করে তামিলনাড়ুর এডিএমকে সংসদ সদস্য বিক্ষোভ দেখান৷ জানান, কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় ইংরেজির পাশাপাশি কেন হিন্দি রাখা হয়েছে?  কেন হিন্দি আগ্রাসন? এখন ঘটনা মেনে নেওয়া হবে না৷ রাজ্যসভায় এই বিক্ষোভ এমন আকার নেই যে সভার কাজ দশ মিনিটের জন্য স্থগিত করে দিতে বাধ্য হন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ কাজ শুরু হলে সংসদীয় কাজে বাধা দান করে ওয়েলে নেমে আসেন ডিএমকের সদস্যরা৷ বিক্ষোভে সামিল হয় ডিএমকে, সিপিএম, তৃণমূল ও  কংগ্রেস৷ দাবি তোলা হয়, আঞ্চলিক ভাষায় পরীক্ষা নিতে হবে৷ সরকারকে চেপে ধরে জানান, হিন্দি কি রাষ্ট্রভাষা? তাহলে ইংরেজি সঙ্গে কেন হিন্দি প্রশ্নপত্র রাখা হচ্ছে? প্রবল হইচই শুরু হয়ে যায়৷ আবার স্থগিত হয়ে যায় রাজ্যসভা৷ পরে রাজ্যসভায় এসে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ঘোষণা করেন, ১৪ জুলাই নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে সেটি বাতিল করা হচ্ছে৷ আবার নতুন করে পরীক্ষা গ্রহণ করা হবে৷ শুধু তামিল নয়, প্রতিটি আঞ্চলিক ভাষায় নেয়া হবে পরীক্ষা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =