কলকাতা: বেতন কমিশন গঠনের পর তিন বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে৷ কিন্তু এখনও তার রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা পড়েনি! এই পরিস্থিতি রাজ্য সরকারি কর্মচারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, আগামী ২৬ মে’র মধ্যে বেতন সংশোধনের সুপারিশ রাজ্য সরকারের কাছে জমা না পড়লে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা৷
কর্মীদের দাবি, বকেয়া ৪১শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে৷ অবিলম্বে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের৷ তাঁদের দাবি, ২০১১ সালের পর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতায় কোপ পড়ে। বকেয়ার পরিমাণ বাড়তে বাড়তে তা বর্তমানে ৪১শতাংশে পৌঁছেছে। মহার্ঘ ভাতা কর্মচারীদের আইনি অধিকার। তা দিতে হবে রাজ্য সরকারকে। এছাড়াও বেতন কমিশন গঠনের পর থেকে প্রায় সাড়ে ৩ বছর পেরিয়ে গিয়েছে। সর্বশেষ ৬ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয়েছিল। সেই মেয়াদও শেষ হয়ে যাবে আগামী ২৬ মে৷ কর্মচারীদের হুঁশিয়ারি, আগামী ২৬ মে’র মধ্যে সুপারিশ জমা না পড়লে বৃহত্তর আন্দোলনে যাবেন কর্মীরা।