বেতন কাঠামো নিয়ে কর্মবিরতির ডাক অধ্যাপকদের, তৎপর রাজ্যপাল

কলকাতা: ইউজিসির নতুন বেতন-কাঠামো চালু করার দাবিতে আগামী ১৯ ও ২০ নভেম্বর কর্মবিরতির ডাক দিয়েছে জুটা৷ কেন তাঁরা কর্মবিরতি করছেন, তা অভিভাবকদেরও আগাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে জুটা নেতৃত্ব৷ এবিষয়ে বিশেষভাবে তৎপর রাজ্যপাল জগদীপ ধনকর৷ নতুন বেতনহার নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবিকে ‘যথার্থ’ বলেই মান্যতা দিয়েছেন রাজ্যপাল৷ জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের দাবি,

বেতন কাঠামো নিয়ে কর্মবিরতির ডাক অধ্যাপকদের, তৎপর রাজ্যপাল

কলকাতা: ইউজিসির নতুন বেতন-কাঠামো চালু করার দাবিতে আগামী ১৯ ও ২০ নভেম্বর কর্মবিরতির ডাক দিয়েছে জুটা৷ কেন তাঁরা কর্মবিরতি করছেন, তা অভিভাবকদেরও আগাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে জুটা নেতৃত্ব৷

এবিষয়ে বিশেষভাবে তৎপর রাজ্যপাল জগদীপ ধনকর৷ নতুন বেতনহার নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবিকে ‘যথার্থ’ বলেই মান্যতা দিয়েছেন রাজ্যপাল৷ জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের দাবি, কিউএস ব়্যাঙ্কিংয়ে প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম দুইয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দু’টি বিশ্ববিদ্যালয় কলকাতা ও যাদবপুর৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষকদের জন্য ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন বেতন-কাঠামো ঠিক করে দেওয়া হয়েছে দু’বছর আগেই৷ বিভিন্ন রাজ্য সেটা চালু করে দিলেও পশ্চিমবঙ্গের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তার এখনও চালু হয়নি৷

পার্থপ্রতিম বাবু সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তাদের কর্মবিরতির বিষয়টি রাজ্যপাল জানতে পেরেছেন৷ তিনি বলেন গত ২৭ অক্টোবর, রবিবার তিনি রাজ্যপালের দফতর থেকে একটি ফোন পান৷ রাজ্যপালের দফতর থেকে ফোনে তাদের জানানো হয় এই বেতন বৃদ্ধির দাবির ব্যাপারে রাজ্যপাল তার সঙ্গে এবং জুটার অন্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে চান৷ বৃহস্পতিবার পুজোর ছুটির পরে বিশ্ববিদ্যালয় খুললে জুটার সংগঠনের সকলের সঙ্গে বৈঠকের পরই স্থির করা হবে রাজ্যপালের আহ্বানে তাদের কী প্রতিক্রিয়া৷

নতুন বেতনহার চালু করার দাবি নিয়ে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা গত শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন৷ কিন্তু তাঁরা এই ব্যাপারে শিক্ষামন্ত্রীর থেকে কাছ থেকে কোনও রকম ইতিবাচক আশ্বাস পাননি৷ তার পরেই কর্মবিরতির সিদ্ধান্ত ঘোষণা করে জুটা৷ বেতনক্রম সংশোধনের দাবি জানিয়ে গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৃথক ভাবে চিঠি পাঠিয়েছে ওয়েবকুটা, কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (কুটা) এবং জুটা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *