কলকাতা: প্রশিক্ষণ শেষ করতে না পারা প্রাথমিক শিক্ষক এবং পার্শ্বশিক্ষকরা চাকরি বাঁচানোর শেষ সুযোগ পাচ্ছেন। ওডিএল বা ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং পদ্ধতিতে দু’বছরের ডিএলএড কোর্সের বিশেষ পরীক্ষার ব্যবস্থা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই সংক্রান্ত বিজ্ঞপ্তির শুরুতেই বড় করে লেখা রয়েছে ‘লাস্ট চান্স’।
অর্থাৎ প্রশিক্ষিত হিসেবে শংসাপত্র পেতে গেলে ১৮ মার্চের এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাশ করতেই হবে কর্মরত শিক্ষকদের। যাঁরা পরীক্ষায় ফেল করেছেন বা কোনও কারণে পরীক্ষা দিতে পারেননি, তাঁদের জন্য এই সুযোগ করে দিচ্ছে পর্ষদ। তবে, দু’বছরের কোর্স শেষ করেছেন, এমন কর্মরত শিক্ষকরাই এই সুযোগ পাবেন। তাঁরা যে অ্যাসাইনমেন্ট, ওয়ার্কশপ, প্র্যাকটিস টিচিং প্রভৃতি সফলভাবে শেষ করেছেন, সেই শংসাপত্র ডিআই’দের কাছ থেকে পর্ষদে পৌঁছতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে। তারপরেই এই পরীক্ষায় বসার জন্য ফর্ম দেওয়া হবে। সেটা পূরণ করে ১০০০ টাকার ডিমান্ড ড্রাফট কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা দিতে হবে। তার সঙ্গে দিতে হবে পার্ট ওয়ান বা পার্ট টু পরীক্ষার মার্কশিট।