রাজ্য পুলিশের কনস্টেবল পদে অ্যাডমিট কার্ড দিচ্ছে বোর্ড

কলকাতা: রাজ্য অর্থ দপ্তরের সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিসের আওতাধীন এক্সাইজ কনস্টেবল পদে মহিলা ও পুরুষ প্রার্থীদের প্রিলিমিনারী লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড৷ আগামী ২৪ নভেম্বর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে৷ রাজ্য পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইট(wbpolice.gov.in) থেকে পরীক্ষার্থীরা ই-অ্যাডমিট কার্ড সংগ্রহের কাজ শুরু হয়েছে আজদ থেকেই৷ ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনের সিরিয়াল নম্বর

রাজ্য পুলিশের কনস্টেবল পদে অ্যাডমিট কার্ড দিচ্ছে বোর্ড

কলকাতা: রাজ্য অর্থ দপ্তরের সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিসের আওতাধীন এক্সাইজ কনস্টেবল পদে মহিলা ও পুরুষ প্রার্থীদের প্রিলিমিনারী লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড৷ আগামী ২৪ নভেম্বর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে৷

রাজ্য পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইট(wbpolice.gov.in) থেকে পরীক্ষার্থীরা ই-অ্যাডমিট কার্ড সংগ্রহের কাজ শুরু হয়েছে আজদ থেকেই৷ ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনের সিরিয়াল নম্বর আর ডেট অফ বার্থ লিখে ই-অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাচ্ছে৷ এক্ষেত্রে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে এসএমএস অ্যালার্ট পাবেন পরীক্ষার্থীরা৷ কোনও পরীক্ষার্থী এই এসএমএস অ্যালার্ট না পেলে এর জন্য বোর্ডের কোনও দায়িত্ব থাকবেনা৷ পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীকে ই-অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট ও পরিচয় পত্র নিয়ে যেতে হবে৷ (এই লিঙ্ক থেকে ই-অ্যাডমিট কার্ড পাওয়া যাবে-http://wbprb.applythrunet.co.in/GetAdmitWT.aspx )

যে সমস্ত পরীক্ষার্থী অনলাইনে আবেদন জানিয়েছেন তাদের কাছে ডাক মারফত কোনো অ্যাডমিট পাঠানো হবে না৷ এমনকি রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড থেকেও তা সংগ্রহ করা যাবে না৷ এছাড়াও বোর্ডের তরফে বিশেষভাবে কিছু নিষেধাজ্ঞা রয়েছে৷ যেমন পরীক্ষার্থীরা স্পোর্টস-সু, স্নিকার বা হাইহিল জুতো পড়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না৷ সাধারণ জুতোয় কোনোরকম ধাতব বস্তু থাকলে তাও গ্রাহ্য হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =