ছুটির দিনে হাইকোর্টে বড় জয় পার্শ্ব শিক্ষকদের, তুঙ্গে বিদ্রোহের প্রস্তুতি

কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে বড়সড় জয় পেলেন পার্শ্ব শিক্ষকদের একাংশ৷ আজ রবিবার ছুটির দিনে পার্শ্বশিক্ষকদের বিকাশ ভবন অভিযানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ রাজ্য সরকারকে সমালোচনা করে হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পার্শ্বশিক্ষকেরা দাবি-দাওয়া জানাতে বিকাশ ভবনে অভিযান করতে পারবেন৷ তবে সেই জন্য রয়েছে কয়েকটি শর্ত৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিকাশ ভবনে

ছুটির দিনে হাইকোর্টে বড় জয় পার্শ্ব শিক্ষকদের, তুঙ্গে বিদ্রোহের প্রস্তুতি

কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে বড়সড় জয় পেলেন পার্শ্ব শিক্ষকদের একাংশ৷ আজ রবিবার ছুটির দিনে পার্শ্বশিক্ষকদের বিকাশ ভবন অভিযানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ রাজ্য সরকারকে সমালোচনা করে হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পার্শ্বশিক্ষকেরা দাবি-দাওয়া জানাতে বিকাশ ভবনে অভিযান করতে পারবেন৷ তবে সেই জন্য রয়েছে কয়েকটি শর্ত৷

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষকরা ধর্না দিতে পারবেন৷ কিন্তু, বিকাশভবন থেকে ১০০ মিটার দূরে তাদের অবস্থান করতে হবে৷ ৩০০ জনের বেশি ধর্নায় অংশ নিতে পারবেন না৷

হাইকোর্টের বিশেষ বেঞ্চে আজ জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষকদের দাবিদাওয়া অন্যায্য কি না, তা রাজ্যকে বিবেচনা করে দেখা উচিত৷ কিন্তু, তাঁদের আন্দোলন কর্মীসূচি কোনও ভাবেই বন্ধ করে দেওয়া যাবে না৷ ফলে, পার্শ্ব শিক্ষকরা যদি ধর্নায় বসতে চান, তাঁদের সেই সুযোগ দেওয়া উচিত৷ আইন-শৃঙ্খলা যাতে রক্ষা করা যায়ও নিশ্চিত করতে হবে৷ আজ পার্শ্ব শিক্ষকদের হয়ে মামলা লড়েন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷

বিকাশ ভবন অভিযানে পুলিশের অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷ মামলায় সিঙ্গেল বেঞ্চে জয়লাভ করেন শিক্ষকরা৷ দেওয়া হয় বিকাশ ভবন আন্দোলনে করার অনুমতি৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে নজিরবিহীনভাবে আজ রবিবার ছুটির দিনেও কলকাতা হাইকোর্টের বেঞ্চ রাজ্যের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের জমায়েতের অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে৷ কলকাতা হাইকোর্টের তরফে অনুমতি পেয়ে সম কাজে সম বেতন ও স্থায়ীকরণের দাবিতে বিকাশ ভবন অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =