উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় খবর SSC-র

কলকাতা: কথা দিয়ে কথা না রাখতে পারলেও ভোটের পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হাত লাগাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ দীর্ঘ টালবাহানা পর অবশেষে উচ্চ প্রাথমিকে তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন৷ ভোটপর্ব মিটতেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুখবর কমিশনের৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ অথবা কাল উচ্চ প্রাথমিকে তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হতে

90cfdeb664d30657923fa22c61bf1e4a

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় খবর SSC-র

কলকাতা: কথা দিয়ে কথা না রাখতে পারলেও ভোটের পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হাত লাগাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ দীর্ঘ টালবাহানা পর অবশেষে উচ্চ প্রাথমিকে তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন৷ ভোটপর্ব মিটতেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুখবর কমিশনের৷

কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ অথবা কাল উচ্চ প্রাথমিকে তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে৷ দুই দফায় হবে ফেরিফিকেশন পর্ব৷ ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে উচ্চ প্রথমিকে ভেরিফিকেশনের ডাক পেয়েছিলেন প্রায় ২৩ হাজার চাকরিপ্রার্থী৷ ১৩ হাজার ৮০টি শূন্যপদের জন্য গেজেট মেনে ১:৪:৪ অনুপাতে ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় দফার ভেরিফিকেশনে চাকরিপ্রার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন৷ সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয় দফায় প্রায় ১০ হাজার প্রার্থীকে ডাকা হবে পারে বলে কমিশন সূত্রে খবর৷

২০১৫ সালে ১৬ আগস্ট আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের পরীক্ষা গ্রহণ করে স্কুল সার্ভিস কমিশন৷ এক বছর পর ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ফল প্রকাশ করে৷ আরও দু’বছর পর ২০১৮ সালে চাকরি-প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ করা হয়৷ এরপর ২০১৯-এ ফেব্রুয়ারি লাগাতার আন্দোলন-লাঠিচার্জ-গ্রেপ্তারির পর কার্যত বাধ্য হয়ে ভেরিফিকেশনের নোটিস প্রকাশ করে কমিশন৷ ভোটের মধ্যে তৃতীয় দফার ফেরিফিকেশন করার কথা কমিশনের তরফে জানানো হলেও তা করা সম্ভব হয়নি৷ ভোট শেষ হতেই এবার নতুন উদ্যোগে কাজ শুরু কমিশনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *