রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা নবান্নের, নয়া পরিষেবার ভাবনা

কলকাতা: সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভার মতো সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) পরিচালন ব্যবস্থা অনলাইনে নিয়ে আসতে চাইছে রাজ্য সরকার৷ রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে এই ব্যবস্থা অনেক আগেই চালু হয়ে গিয়েছে৷ সরকারি অর্থ সাহায্যে চলা শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের বেতনও রাজ্য সরকার দিয়ে থাকে৷ বেতন থেকে পিএফ কাটা হয়। জিপিএফ তহবিলে সেই

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা নবান্নের, নয়া পরিষেবার ভাবনা

কলকাতা: সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভার মতো সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) পরিচালন ব্যবস্থা অনলাইনে নিয়ে আসতে চাইছে রাজ্য সরকার৷ রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে এই ব্যবস্থা অনেক আগেই চালু হয়ে গিয়েছে৷

সরকারি অর্থ সাহায্যে চলা শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের বেতনও রাজ্য সরকার দিয়ে থাকে৷ বেতন থেকে পিএফ কাটা হয়। জিপিএফ তহবিলে সেই টাকা জমা পড়ে। কিন্তু তাঁদের পিএফ ব্যবস্থা অনলাইনে আসেনি। এই কাজের জন্য অর্থ দপ্তর ছয় সদস্যর একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান করা হয়েছে, ডিরেক্টরেট অব পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইনসিওরেন্সের বিশেষ অধিকর্তাকে। ওই কমিটির কর্মসূচিও ঠিক করে দিয়েছে অর্থ দপ্তর। এই ব্যবস্থা চালু হলে কর্মীরা অনলাইনে পিএফ স্টেটমেন্ট, টাকা তোলা, ফাইনাল সেটেলমেন্টের সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + nineteen =