সরকারি চাকরিতে সংরক্ষণের নতুন যুগের সূচনা

নয়াদিল্লি: এবার রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির ক্ষেত্রে আগামী শুক্রবার থেকে কার্যকর হচ্ছে ১০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা৷ দেশের আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা সাধারণ বর্গের চাকরিপ্রার্থীরা এই সুবিধা পাবেন৷ আর্থিক ভাবে দুর্বল সাধারণ বর্গের জন্য চাকরির ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা নিয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে ডিপার্টমেন্ট অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা ডিপিই৷ শুক্রবার থেকেই এই

সরকারি চাকরিতে সংরক্ষণের নতুন যুগের সূচনা

নয়াদিল্লি: এবার রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির ক্ষেত্রে আগামী শুক্রবার থেকে কার্যকর হচ্ছে ১০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা৷ দেশের আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা সাধারণ বর্গের চাকরিপ্রার্থীরা এই সুবিধা পাবেন৷ আর্থিক ভাবে দুর্বল সাধারণ বর্গের জন্য চাকরির ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা নিয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে ডিপার্টমেন্ট অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা ডিপিই৷ শুক্রবার থেকেই এই নিয়ম কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে৷

এর আগে যাবতীয় সরাসরি নিয়োগের ক্ষেত্রে নতুন সংরক্ষণ বিধি মেনে চলার জন্য সমস্ত মন্ত্রক ও সরকারি দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বা ডিওপিটি৷ যাঁদের বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষ টাকার কম তাঁদের সংরক্ষণের আওতায় আনতে আইন করেছে মোদী সরকার৷

এর পরিপ্রেক্ষিতে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উচ্চশিক্ষায় আর্থিক ভাবে দুর্বল শ্রেণির ব্যক্তিদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা শুরুর নির্দেশ দিয়েছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fifteen =