কলকাতা: নির্বাচনী বিধির জেরে সরকারি দপ্তরে বহু নিয়োগ প্রক্রিয়া থমকে গিয়েছে। কৃষি দপ্তরে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ প্রক্রিয়া ১০ মার্চ নির্বাচন ঘোষণার পর স্থগিত হয়ে গিয়েছে। স্বাস্থ্য দপ্তরেও শতাধিক ফার্মাসিস্ট ও নার্সের নিয়োগ আটকে রয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, নির্বাচন ঘোষণার আগে তাঁদের নথিপত্র যাচাই ও পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া হয়ে গিয়েছিল। ভোট ঘোষণার আগে যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি, তাঁদের সবাইকে ১৫ তারিখ তা দিয়ে দেওয়া হয়।
নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, ইউপিএসসি, এসএসসি, পিএসসি মতো সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগ হলে ভোট ঘোষণার পর নিয়োগ করতে সমস্যা নেই। কৃষি প্রযুক্তি সহায়কদের নিয়োগ পিএসসি’র মাধ্যমে হচ্ছে। পিএসসি অনেক আগেই দপ্তরের কাছে চাকরি প্রাপকদের চূড়ান্ত তালিকা পাঠিয়ে দিয়েছিল। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে সফল মোট ৮০৬ জনের নাম নভেম্বর মাসে পিএসসি পাঠিয়ে দেয় কৃষি দপ্তরের কাছে। কিন্তু দপ্তরের কাছে নথিপত্র যাচাই ও পুলিশ ভেরিফিকেশন করান ৬৯১ জন। এই দুটি প্রক্রিয়া সম্পন্ন করে ভোট ঘোষণার আগে পর্যন্ত ১১৭ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। বাকিদের নিয়োগপত্র আটকে গিয়েছে।