সন্তান পালনে টানা দু’বছরের ছুটির ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: আপনি কী সিঙ্গল পেরেন্ট? একাই সন্তানকে মানুষ করছেন? বছর শেষে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবার থেকে তাঁরাও মোট চাকরি জীবনের ৭৩০ দিন চাইল্ড কেয়ার লিভ পাবেন৷ সরকারি কর্মী হলেই ওই সুবিধা পাওয়া যাবে৷ এখনও পর্যন্ত কেবল মহিলারা ওই সুযোগ পেয়ে থাকেন৷ মোদী সেই সুযোগ দিচ্ছেন সিঙ্গল পেরেন্ট পুরুষদেরও৷ মহিলা সরকারি কর্মচারীরা সিঙ্গল পেরেন্ট

সন্তান পালনে টানা দু’বছরের ছুটির ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি:  আপনি কী সিঙ্গল পেরেন্ট? একাই সন্তানকে মানুষ করছেন? বছর শেষে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবার থেকে তাঁরাও মোট চাকরি জীবনের ৭৩০ দিন চাইল্ড কেয়ার লিভ পাবেন৷ সরকারি কর্মী হলেই ওই সুবিধা পাওয়া যাবে৷ এখনও পর্যন্ত কেবল মহিলারা ওই সুযোগ পেয়ে থাকেন৷ মোদী সেই সুযোগ দিচ্ছেন সিঙ্গল পেরেন্ট পুরুষদেরও৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মহিলা সরকারি কর্মচারীরা সিঙ্গল পেরেন্ট হিসাবে চাকরি জীবনের ৭৩০ দিন চাইল্ড কেয়ার লিভ পান৷ দু’টি সন্তানের জন্মের ব্যবধান তিন বছর হতে হয়৷ এখনি থেকে এই একই সুবিধা পাবেন সিঙ্গল পেরেন্টরাও৷ কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের তরফে জানানো হয়েছে, অববাহিত, সিঙ্গল পেরেন্ট হিসাবে পুরুষ বা মহিলাদের সন্তান পালনের জন্য ৭৩০ দিন ছুটি দেবেন৷ প্রথম দুই জীবিত সন্তানের জন্য তাঁরা এই সুবিধা পাবেন৷ নয়া এই সিদ্ধান্তের জেরে সিঙ্গল পেরেন্ট পুরুষরা যথেষ্ট সুবিধা পাবেন৷ নতুন বছরে সরকার চাইল্ড কেয়ার লিভ দিতে রাজি হওয়ায় এতদিনে ন্যায়বিচার হল বলে মত পর্যবেক্ষকদের একাংশের৷ শুধু সিঙ্গল পেরেন্ট পুরুষের প্রতি নয়, তাঁদের সন্তানদের প্রতিও সুবিচার করা হল বলেই মনে করা হচ্ছে৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =