শিক্ষকদের বেতন বৃদ্ধির বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর, উঠল ধর্না

কলকাতা: প্রায় এক সপ্তাহ পর অবশেষে উঠে গেল শিক্ষকদের অনশন-বিক্ষোভ৷ শিক্ষকদের তরফে নবান্ন ঘেরাও করার ডাক উঠতেই অনশন মঞ্চে গিয়ে শিক্ষকদের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী৷ বেতন বৃদ্ধির আশ্বাস পাওয়ার পর লাগাতার কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে৷ মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের বিষয়টি আমি পুরোটাই জানি৷ এমএসকে-এসএসকে শিক্ষা

শিক্ষকদের বেতন বৃদ্ধির বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর, উঠল ধর্না

কলকাতা: প্রায় এক সপ্তাহ পর অবশেষে উঠে গেল শিক্ষকদের অনশন-বিক্ষোভ৷ শিক্ষকদের তরফে নবান্ন ঘেরাও করার ডাক উঠতেই অনশন মঞ্চে গিয়ে শিক্ষকদের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী৷ বেতন বৃদ্ধির আশ্বাস পাওয়ার পর লাগাতার কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে৷

মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের বিষয়টি আমি পুরোটাই জানি৷ এমএসকে-এসএসকে শিক্ষা দপ্তরের নয়৷ পঞ্চায়েত ও কিছুটা শিক্ষা দপ্তরের৷ এটা এখন ঠিক করতে হবে, কোন দপ্তর দায়িত্ব দেবে৷ আমরা এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে সিদ্ধান্ত নেব৷ আমরা মুখ্যমন্ত্রীকে জানাব৷ এবং তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত জানাব৷ সবটাই একবারে হবে তা নয়৷ আমি আপনাদের সঙ্গে এর আগেও একাধিকবার কথা বলেছি৷ আপনাদের সমস্যা সমাধানে আমার তরফে আমি যতটা পারব করব৷ আমি আপনাদের সঙ্গে একটি সমাবেশও করব৷’’  শিক্ষামন্ত্রীর আশ্বাস, ‘আপনারা স্বাস্থসাথীর মধ্যে অন্তভূক্ত হবেন৷ আপনাদের বেতন ও পিএফ সংক্রান্ত দাবি আমরা বিবেচনা করে দেখব৷ অন্য রাজ্যে যেমন আছে, তেমন করার চেষ্টা করব৷’’

বিকাশ ভবনের অদূরে শিক্ষক ঐক্য মঞ্চের ডাকা টানা এক সপ্তাহ ধর্না অবস্থানে বসেন কমপক্ষে ২৫০ জন শিক্ষক৷ তাঁদের দাবি ছিল, যতক্ষন না শিক্ষামন্ত্রী বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ সমস্ত দাবি মেনে লিখিত বিবৃতি দিচ্ছেন ততক্ষন পর্যন্ত তাঁদের ধর্ণা চলবে৷ পাশাপাশি আগামী সপ্তাহে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়৷ এই ঘোষণার পর আজ ঘটনাস্থলে যান শিক্ষামন্ত্রী৷ কথা বলেন শিক্ষকদের সঙ্গে৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিশু শিক্ষাকেন্দ্র, মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও মাদ্রাসার শিশু শিক্ষাকরা৷

আন্দোলনকারীদের দাবি, ত্রিপুরায় এসএসকে, এমএসকে শিক্ষকরা ২১ হাজার টাকা বেতন পান৷ বিহারে ১৯ হাজার টাকা বেতন দেওয়া হলেও বাংলা এসএসকে, এমএসকে শিক্ষকরা পান মাত্র সাড়ে ৮ হাজার টাকা৷ কিন্তু, কেন এই বেতন বঞ্চনা? এরই প্রতিবাদে ১২ জুন বিকাশভবন অভিযান করে খোলা আকাশের নীচে অনশনে বসেন এসএসকে, এমএসকে শিক্ষকরা৷ এই মুহূর্তে রাজ্যের গ্রামঞ্চলে ১৮ লক্ষ ২২ হাজার ৩২২ পড়ুয়ার পঠনপাঠনের দায়িত্বে রয়েছেন বাংলার এসএসকে, এমএসকে শিক্ষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =