ফের ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, তুঙ্গে চর্চা

শিলিগুড়ি: ফের ইন্টার্ন শিক্ষক নিয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে বিশ্ববিদ্যালয়ে দু’বছরের ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসনিক বৈঠক থেকে ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার ছাত্ররা কারা আছেন? তোমরা দু’তিনজন বল, কী বলতে চাও৷ তোমাদের অনেক অভিনন্দন৷ তোমদের আগামী দিনের অনেক কাজ করতে হবে৷ আমি একটা

3 stocks recomended

শিলিগুড়ি: ফের ইন্টার্ন শিক্ষক নিয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে বিশ্ববিদ্যালয়ে দু’বছরের ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
প্রশাসনিক বৈঠক থেকে ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার ছাত্ররা কারা আছেন? তোমরা দু’তিনজন বল, কী বলতে চাও৷ তোমাদের অনেক অভিনন্দন৷ তোমদের আগামী দিনের অনেক কাজ করতে হবে৷ আমি একটা ভাবছি, স্টুডেন্টদের নিয়ে রাজীব তুমি একটু ভাব৷ অমিত দাও আছেন৷ বিবেকও আছে৷’’

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেক জায়গায় আমি দেখেছি স্টুডেন্টরা যখন পড়াশোনা করে, ইউনিভার্সিটি বা বিশেষ করে কলেজে ওঁরা একটা ইন্টার্নশিপ করে৷ অনেক রাজ্যে এটা চালু আছে৷ আমাদের রাজ্যে আমরা এটা চালু করছি না কেন? তাহলে ছেলেমেয়েরা একটা এক বছরের কাজ পাবে৷ দু’বছরের একটা প্রশিক্ষণ নিল৷ ওঁদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রামে চলে এল৷ ওঁদের বায়োডাটাটা ভাল হল এবং ওঁদের চাকরির ক্ষেত্রে সুবিধা হল৷ এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম৷ এটা করে দাও তো৷ প্রথমে বিশ্ববিদ্যালয়গুলি ধর৷’’

এরপর ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তোমরা ইন্টার্নশিপ করতে চাও তো? সরকার যদি তোমাদের দু’বছর করে সুযোগ দেয়, তোমরা সরকারি প্রকল্পে কাজ করলে, প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে গেলে, প্রচার করলে৷ আস্তে আস্তে তোমার কাজ হয়ে গেল৷ এই প্রকল্পটা আমি নতুন প্রজন্মের উৎসর্গ করতে চাই৷ এটা আজকে আমি বলে গেলাম৷ বিশ্ববিদ্যালয় থেকে এগুলি শুরু করতে৷’’

এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল-কলেজে ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগের বিষয়ে প্রাথমিক ভাবনার কথা জানিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার সেই বিতর্কের রেশ আরও খানিকটা বাড়িয়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =