কীসের ভিত্তিতে TET-এর পুনর্মূল্যায়ন? ফের মামলা কলকাতা হাইকোর্টে

কীসের ভিত্তিতে TET-এর পুনর্মূল্যায়ন? ফের মামলা কলকাতা হাইকোর্টে

কলকাতা: প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে মামলার জট লেগেছে রয়েছে৷ ফের প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে নতুন মামলা দায়ের কলাকাতা হাইকোর্টে৷ কী কারণে এবং কীসের ভিত্তিতে ২০১৫-র টেট পরীক্ষার পুনর্মূল্যায়ন হল, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা৷

মামলাকারী সুপ্রিয় দত্ত-সহ একাধিক চাকরিপ্রার্থী আজ বিচারপতি রাজশেখর মানথার সিঙ্গল বেঞ্চে জরুরি ভিত্তিতে দায়ের করে এই মামলা৷ জানা গিয়েছে, আগামী মঙ্গলবার মামলার শুনানি শুরু হবে৷ সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির নিয়োগ মামলার শুনানিতে হলফনামা দিয়ে জানিয়েছিল তারা টেট ২০১৫-র নম্বরের পুনর্মূল্যায়ন করেছে৷ একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, হাইকোর্টের নির্দেশেই এই কাজ করা হয়েছে৷

তবে এই পুর্নমূল্যায়নের বিরুদ্ধেই নতুন মামলা দায়ের করেছেন মামলাকারীরা৷ মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম জানান, বিচারপতি শেখর ববি শরাফের নির্দেশে কোথাও বলা নেই যে সমস্ত প্রার্থীদের টেট পরীক্ষার নম্বর পুনর্মূল্যায়ন করতে হবে। ২০১৪ সালে এক প্রার্থীর মামলার প্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ওই প্রার্থীর আবেদন স্কুল সার্ভিস কমিশনকে খতিয়ে দেখতে হবে৷ কারণ ওই প্রার্থী RTI করে যে নম্বর জানতে পেরেছিলেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না৷ 

পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন তাঁর পরীক্ষার খাতা খতিয়ে দেখার পর তিনি পাশ করেন৷ কিন্তু ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে, তার পুনর্মূল্যায়ন করা যায় না৷ মামলাকারীদের আরও দাবি, ঠিক কী কারণে পুনর্মূল্যায়ন করা হয়েছে ২০১৫-র টেট? এবং কতজনের নম্বর পুনর্মূল্যায়ন করা হয়েছে? তা জানানে হবে৷ একইসঙ্গে জানাতে হবে কতজনের নম্বর বেড়েছে এই পুনর্মূল্যায়নে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 9 =