কেন্দ্রকে বলুন, বেতনের টাকা দিতে! শিক্ষক অনশনে বার্তা শিক্ষামন্ত্রীর

কলকাতা: শিক্ষকদের সঙ্গে নিস্ফলা বৈঠেকের পর ঘুরিয়ে হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী৷ শনিবার নিজের দপ্তরে সাংবাদিক বৈঠক ডেকে শিক্ষামন্ত্রী জানান, ‘‘ওঁদের আজ ডেকেছিলাম৷ সরকারের যতটুকু পারকতা সরকার ততটুকু করবে৷’’ তবে, অনশন মঞ্চে দিলীপ ঘোষের উপস্থিতি প্রসঙ্গেও শিক্ষকদের কটাক্ষ হতে ছাড়াননি শিক্ষামন্ত্রী৷ বলেন, ‘‘আমি আবার ওদের বলেছি, দেখুন সরকার শিক্ষকদের সব থেকে বেশি গুরুত্ব দেয় বলেই যে কাজগুলি

কেন্দ্রকে বলুন, বেতনের টাকা দিতে! শিক্ষক অনশনে বার্তা শিক্ষামন্ত্রীর

কলকাতা: শিক্ষকদের সঙ্গে নিস্ফলা বৈঠেকের পর ঘুরিয়ে হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী৷ শনিবার নিজের দপ্তরে সাংবাদিক বৈঠক ডেকে শিক্ষামন্ত্রী জানান, ‘‘ওঁদের আজ ডেকেছিলাম৷ সরকারের যতটুকু পারকতা সরকার ততটুকু করবে৷’’ তবে, অনশন মঞ্চে দিলীপ ঘোষের উপস্থিতি প্রসঙ্গেও শিক্ষকদের কটাক্ষ হতে ছাড়াননি শিক্ষামন্ত্রী৷

বলেন, ‘‘আমি আবার ওদের বলেছি, দেখুন সরকার শিক্ষকদের সব থেকে বেশি গুরুত্ব দেয় বলেই যে কাজগুলি বিগত সরকার কোনও দিন করেনি সেই কাজগুলো তৎপরতার সাথে আর্থিক অনটনে থাকা সত্ত্বেও মমতা বন্দোপাধ্যায় গুরুত্ব দিয়ে সেগুলি করেছেন৷ আমি বলেছি, আমপরা কাজ না করে বসে আছেন৷ অনশন করছেন এটা ভালো লাগে না৷ এটা শিক্ষকদের দায়িত্ব কর্তব্য থাকা উচিত এবং এটাও খেয়াল রাখা উচিত তাদের অভাবে তাদের ছাত্রছাত্রীদের কোনও সমস্যা না হয়৷ তাদের দিকটা ও সহানুভূতির সঙ্গে দেখুক৷ ওরা যে দাবি নিয়ে আমার কাছে বারবার আসছে, সেটা আর্থিক অবস্থার কারণে ও যুক্তিগত দিক থেকেও এইভাবে কার্যকর করা সম্ভব হবে না৷ বসে থাকলেই যে সম্ভব হবে তা নয়৷ করার থাকলে নিশ্চয়ই করতাম৷ আমি ওদেরকে বুঝিয়ে বলেছি, মুখ্যমন্ত্রীর যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন, দেখাচ্ছেন৷ আমি আবার বলছি, আমরা দেখছি কিভাবে এই সমস্যা কতটুকু সমাধান করা যায়৷ কিন্তু, আপনারা যে উচ্চতায় দাবি করছেন সেই উচ্চতায় দাবি মানা আর্থিকভাবে তা সম্ভব হবে না৷’’

অনশন মঞ্চে দিলীপ ঘোষের উপস্থিতি প্রসঙ্গেও শিক্ষকদের কটাক্ষ হতে ছাড়াননি শিক্ষামন্ত্রী৷ বলেন, ‘‘‘ দিলীপ ঘোষ আজ বড় বড় কথা বলে এসেছে অনশন মঞ্চে৷ দিলীপ ঘোষকে একটু সময় দিন না৷ দেখি না কি করে৷ গিয়ে একটা অর্ডার নিয়ে আসুক৷ যে টাকাটা বাড়বে সেই টাকাটার পুরো দায়িত্ব নেবে কেন্দ্র সরকার৷ যেমন রাইট টু এডুকেশনের দায়িত্ব আছে কেন্দ্রের৷’’ বৈঠকে শিক্ষকরা সন্তুষ্ট না হওয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমি আজ যা বলার সাফ জানিয়ে দিয়ে এসেছি৷ ওঁদের কে বলেছে ওঁদের সন্তুষ্ট হতে?’’

এদিন শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘এই সরকার কত নির্মম হয়ে গেছে এদের ব্যবহার দেখে বোঝা যাচ্ছে৷ উনি ভেবেছিলেন নির্বাচনের আগে আন্দোলন বন্ধ করে দিলে আমি নির্বাচন দিতে যাব৷ আর আন্দোলন বন্ধ হয়ে যাবে৷ কোনটাই হয়নি৷ আন্দোলন আবার শুরু হয়েছে৷ আর নির্বাচনের মানুষ তাদের এই ব্যবহারের যোগ্য জবাব দিয়েছে৷ সরকারের এখনও পর্যন্ত চেতনা হওয়া উচিত সারাদেশে সপ্তম পে কমিশন চালু হয়ে গিয়েছে৷ পশ্চিমবঙ্গে পঞ্চম পে কমিশন চলছে৷ এমনিতেই কর্মচারীরা পিছিয়ে আছেন অন্য রাজ্যের তুলনায়৷ তাঁরা অধিকার থেকে এবং তাঁদের আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না৷ সম্মান দেওয়া হচ্ছে না৷ কথা বলার প্রয়োজন মনে করা হচ্ছে না৷ তার ফল এতে সমাজের সমস্ত ক্ষেত্রে আজকে ক্ষোভ বেড়ে যাচ্ছে৷ এভাবে কোন সরকার চলতে পারে না। রাজ্য চলতে পারে না৷ সব জায়গায় ঝাড় খেতে হচ্ছে৷ কোর্টে ঝার খেতে হচ্ছে৷ রোজ কান মুলে দিচ্ছে কোর্ট৷ মানে বেআইনিভাবে এই সরকার কাজ করছে৷ সেই জন্য আমি চাইবো সরকারের সুমতি হোক৷ সমস্ত বিষয় সহমর্মিতা সাথে ভেবে সমাধান করার চেষ্টা করা হোক৷’’

আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পরও মেলেনি না সমাধান৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক থেকে জট না কাটায় অনশন আগামী দিনেও জারি থাকবে বলেও জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধি দল৷ শিক্ষকদের দাবি, তাঁরা ভেবেছিলেন আজ শিক্ষামন্ত্রী তাঁদের সমস্যা মেটাতে উদ্যোগ নেবেন৷ কিন্তু, বৈঠকে তেমন কোনও রফাসূত্র মেলেনি৷ বৈঠক ফলপ্রসূ না হওয়ায় অনশন, ধর্না একই ভাবে চলবে বলেও জানানো হয়েছে৷

১৪ জন শিক্ষকের অনৈতিক বদলি ও বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হবে, এই দাবি নিয়ে আজ শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে অংশ নেন অন্দোলনরত শিক্ষকদের ৫ সদস্যের প্রতিনিধি দল৷ কিন্তু, বৈঠকে ইতিবাচক হয়নি বলে দাবি শিক্ষকদের৷ বেতন কাঠামো পুনর্বিন্যাসের আশ্বাস না পাওয়া গেলও বদলির বিষয়ে সাড়া মিলেছে বলে খবর৷ তবে, শিক্ষকদের দু’টি দাবি পূরণ না হওয়ায় অনশন কর্মসূচি আগের মতোই জারি থাকবে বলেও জানানো হয়েছে শিক্ষকদের তরফে৷

আজ বিকেল ডট কমের তরফে আগেই প্রতিবেদন প্রকাশ করে জানানো হয়েছিল, শিক্ষামন্ত্রী খুব সম্ভবত শিক্ষকদের অনশন মঞ্চে যেতে পারেন অথবা তাঁদের প্রতিনিধিকে ডেকে পাঠাতে পারেন৷ সেই প্রতিবেদন প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার আগে শিক্ষামন্ত্রী আন্দোলনকারী শিক্ষকদের আজ দুপুরে নিজের দপ্তরে ডেকে পাঠান৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বৈঠক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 5 =