চোখের জলে আজ ‘বিবর্ণ হোলি’ SSC-র অনশনে, রংহীন বসন্ত…

কলকাতা: শান্তিনিকেতন থেকে পাড়ার গলি, রঙে রঙে রাঙা হয়েছে গোটা বাংলা৷ নবদ্বীপ-মায়াপুর, চলছে দোল উৎসব৷ চলছে, খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন৷ চলছে দেরার সুরাপান৷ ভাং৷ রং মেখে, সং সাজ৷ মোজমাস্তি৷ ফুর্তি চলছেই৷ পাড়ার খাসির মাংস কিংবা চিনিকেনের দোকানে লম্বা লাইন৷ কারণ, দোল শেষে মজিয়ে খেতে পাঠার মাংস! এটাই এখন বঙ্গের উৎসব উদযাপনের রীতি৷ রাজ্যজুড়ে যখন হোলির এলাহি

চোখের জলে আজ ‘বিবর্ণ হোলি’ SSC-র অনশনে, রংহীন বসন্ত…

কলকাতা: শান্তিনিকেতন থেকে পাড়ার গলি, রঙে রঙে রাঙা হয়েছে গোটা বাংলা৷ নবদ্বীপ-মায়াপুর, চলছে দোল উৎসব৷ চলছে, খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন৷ চলছে দেরার সুরাপান৷ ভাং৷ রং মেখে, সং সাজ৷ মোজমাস্তি৷ ফুর্তি চলছেই৷ পাড়ার খাসির মাংস কিংবা চিনিকেনের দোকানে লম্বা লাইন৷

চোখের জলে আজ ‘বিবর্ণ হোলি’ SSC-র অনশনে, রংহীন বসন্ত…কারণ, দোল শেষে মজিয়ে খেতে পাঠার মাংস! এটাই এখন বঙ্গের উৎসব উদযাপনের রীতি৷ রাজ্যজুড়ে যখন হোলির এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন চলছি, ঠিক তখনই খালি পেটে ফাল্গুনের রোদে পুড়ছে বাংলার ভবিষ্যৎ শিক্ষকদের একাংশ৷ আজ, টানা ২২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন SSC  চাকরিপ্রার্থীদের একাংশ৷

চোখের জলে আজ ‘বিবর্ণ হোলি’ SSC-র অনশনে, রংহীন বসন্ত…চাকরির দাবিতে আজ, বিবর্ণ বসন্ত উদযাপন করছেন চাকরিপ্রার্থীরা৷ রঙ হিন হলিতে সামিল টানা ২২ দিন অনশন চালিয়ে যাওয়া হবু শিক্ষকদের একাংশ৷ চাকরিপ্রার্থীদের দাবি একটাই, চাকরি৷ পেটে খিদে, মনে জেট নিয়ে টানা ২২ দিন ধরে রাজপথে বসেই আজ গুমড়ে কাদছেন অন্তত ৪০০ সফল পরীক্ষার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =