বেকারত্বের অভিশাপ কাটাতে মুখ্যমন্ত্রীকে নয়া বার্তা হবু শিক্ষকদের

আজ বিকেল: লোকসভা নির্বাচনের আগে শিক্ষা-দপ্তরের কাজকর্মের খতিয়ান নিতে আজ, নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিক্ষায় দুর্নীতি ও শিক্ষক নিয়োগে নানান জটিলতা নিয়ে এদিন মুখ খুলতে পারেন মুখ্যমন্ত্রীর৷ নবান্ন গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরলেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ মুখ্যমন্ত্রীকে ফ্যাক্স, মেল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু দাবি

বেকারত্বের অভিশাপ কাটাতে মুখ্যমন্ত্রীকে নয়া বার্তা হবু শিক্ষকদের

আজ বিকেল: লোকসভা নির্বাচনের আগে শিক্ষা-দপ্তরের কাজকর্মের খতিয়ান নিতে আজ, নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিক্ষায় দুর্নীতি ও শিক্ষক নিয়োগে নানান জটিলতা নিয়ে এদিন মুখ খুলতে পারেন মুখ্যমন্ত্রীর৷ নবান্ন গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরলেন চাকরি-প্রার্থীদের একাংশ৷

মুখ্যমন্ত্রীকে ফ্যাক্স, মেল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু দাবি পেশ করেছে এসএসসি ছাত্রযুব অধিকার মঞ্চ৷ মুখ্যমন্ত্রীর কাছে চাকরিপ্রার্থী মঞ্চের তরফে লেখা হয়, ‘‘আমরা অপেক্ষমাণ তালিকাভুক্ত এবং অপেক্ষমাণ তালিকা থেকে নিশ্চিত তালিকায় উত্তীর্ণ শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থী৷ আমরা বারংবার এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে আচার্য সদন, বিকাশ ভবন, নবান্ন এবং আপনার বাড়ি পর্যন্ত বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছি৷ আজও সেই দাবি তুলে ধরছি৷ আপনি যদি আমাদের দাবিগুলির প্রতি সদর্থক দৃষ্টি দেন, তাহলে উপকৃত হব৷’’

ঠিক কী কী দাবি তুলে ধরা হয়েছে? এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের তরফে চাকরিপ্রার্থী মেহেবুব মণ্ডল বলেন, ‘‘প্রথমত, নবম-দশমের দ্বিতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জানুয়ারির ২০ তারিখের মধ্যে প্রকাশ করার দাবি জানানো হয়েছে৷ দ্বিতীয়ত, শূন্যপদ সমস্যার সমাধান করে জানুয়ারিতেই একাদশ-দ্বাদশের তৃতীয় কাউন্সেলিং করাতে হবে৷ ও পরপর বাকি কাউন্সেলিংগুলি করাতে হবে৷ তৃতীয়ত, আপটুডেট ভ্যাকান্সিতে (নমব-দ্বাদশ) অপেক্ষমাণ তালিকাভুক্তদের এমপ্যেনেলভূক্ত করানোর দাবি জানানো হয়েছে৷ আমরা চাই মুখ্যমন্ত্রী এই দাবিগুলিতে মেনেনিক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =