স্টাফ প্যাটার্ন বিতর্কে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা শিক্ষকদের

কলকাতা: সরকারি কর্মীদের অপশন ফর্ম জমা শুরু হয়ে গেলেও শিক্ষা দপ্তরের হেলদোল নেই৷ তাই স্টাফ প্যাটার্ন নিয়ে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হল বৃহত্তর গ্র্যালজুয়েট টিচার্স এসোসিয়েশন(বিজিটিএ)৷ অভিযোগ,একদিকে গ্র্যাআজুয়েট ও পোস্ট গ্র্যারজুয়েট শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য নিয়ে ক্ষোভ এবার তার সঙ্গে জুড়েছে ওয়েব এনেবেল্ড স্টাফ প্যা টার্ন নিয়ে একগুচ্ছ অভিযোগ৷ তাঁর মধ্যেই অপশন ফর্ম

2b2d9ce46a1a71d9735db3a3762893bb

স্টাফ প্যাটার্ন বিতর্কে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা শিক্ষকদের

কলকাতা: সরকারি কর্মীদের অপশন ফর্ম জমা শুরু হয়ে গেলেও শিক্ষা দপ্তরের হেলদোল নেই৷ তাই স্টাফ প্যাটার্ন নিয়ে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হল বৃহত্তর গ্র্যালজুয়েট টিচার্স এসোসিয়েশন(বিজিটিএ)৷

অভিযোগ,একদিকে গ্র্যাআজুয়েট ও পোস্ট গ্র্যারজুয়েট শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য নিয়ে ক্ষোভ এবার তার সঙ্গে জুড়েছে ওয়েব এনেবেল্ড স্টাফ প্যা টার্ন নিয়ে একগুচ্ছ অভিযোগ৷ তাঁর মধ্যেই অপশন ফর্ম জমা করার জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন৷ শিক্ষকদের অভিযোগ যে সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের গ্র্যাজজুয়েট শিক্ষকদের(২০১৬সালের আগে নিযুক্তি সহ) বাধ্য তামূলক ভাবে আপার প্রাইমারি স্তরে দেখানোর কথা বলা হয়েছে (যদিও সমস্ত গ্র্যাতজুয়েট শিক্ষকরাই মাধ্যমিক স্তরের জন্যাই নিযুক্ত হয়েছেন)৷

এমনকি কিছু জেলার ডি আই রা প্রধান শিক্ষক দের কোনো সরকারি নির্দেশ ছাড়াই এই কাজ করতে জোর করছেন এমনকি অনিচ্ছুক শিক্ষকদের মাইনে বন্ধের হুমকি দিচ্ছেন৷ কেন অপশন ফর্মে শুধু মাত্র গ্র্যা জুয়েট ক্যাটেগরি শিক্ষকদের আপার প্রাইমারি ক্যা টেগরী তে দেখাতে বলা হচ্ছে তার সদুত্তর নেই এবং বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে শিক্ষা দপ্তর৷ কিছু ক্ষেত্রে শিক্ষক দের সন্মতি ছাড়াই তাদের বিষয় পরিবর্তন করা হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি৷আবার কোথাও দেখা যাচ্ছে শিক্ষক কে অতিরিক্ত দেখানো হচ্ছে৷ অধিকাংশ স্কুল শিক্ষকরা স্টাফ প্যাছটার্নে তাদের অবস্থান জানতে চাইলে তা দেখানো হচ্ছে না৷

শিক্ষকদের অভিযোগ কয়েকটি শিক্ষক সংগঠনকে আলোচনার জন্য শিক্ষা দপ্তর ডাকলেও বিজিটিএ-কে মামলাকারী শিক্ষক সংগঠনকে ডাকেনি৷ এছাড়া জটিলতা থাকা সত্ত্বেও যেভাবে শিক্ষা দপ্তর তাড়াহুড়ো করে কাজটি সম্পন্ন করতে চাইছে তাতেও জমছে ক্ষোভ৷ বিজিটিএ এর রাজ্যে সম্পাদক সৌরেন ভট্টাচার্য্য জানিয়েছেন, শিক্ষা দপ্তরের উচিত অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করে শিক্ষা অধিকর্তা দের বিজিটিএ সমেত অন্যা়ন্য শিক্ষক সংগঠনের সঙ্গে বসে সমস্যা গুলোর সমাধান খুঁজে তার পর স্টাফ প্যাদটার্নের কাজ সম্পন্ন করা৷

বিভ্রান্তি না কাটা পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের কোনভাবেই অনলাইনে স্টাফ প্যাটার্ন দাখিল না করার আবেদন জানিয়েছে বেশ কয়েকটি শিক্ষকসংগঠন তাদের দাবি না মেনে রাজ্য শিক্ষা দপ্তর জোর করে প্রধান শিক্ষকদের দিয়ে স্টাফ প্যাটার্ন দাখিল করাতে চাইলে এরপর বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷

অন্যদিকে, বুধবার অসঙ্গতিপূর্ণ স্টাফ প্যাটার্ন প্রত্যাহারের দাবিতে বিকাশভবনের শিক্ষামন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি এবং কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *