বিকাশ ভবনের সামনে ধর্নায় বসলেন শিক্ষকরা

কলকাতা: বেতন বৃদ্ধি, শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করা সহ কয়েক দফা দাবিতে আজ, বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাওয়ের নামলেন আন্দোলনকারীরা৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলাম জানান, ‘‘শিক্ষামন্ত্রী আমাদের দাবিতে শীলমোহর না দিলে আজ দুপুর থেকে বিকাশ ভবন ঘেরাও করে সারাদিন রাত বসে থাকবেন শিক্ষকরা।’’ তিনি বলেন, ‘‘গোটা রাজ্যের ৭০ হাজার এসএসকে, এমএসকে শিক্ষকদের বলছি নিজেদের

বিকাশ ভবনের সামনে ধর্নায় বসলেন শিক্ষকরা

কলকাতা: বেতন বৃদ্ধি, শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করা সহ কয়েক দফা দাবিতে আজ, বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাওয়ের নামলেন আন্দোলনকারীরা৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলাম জানান, ‘‘শিক্ষামন্ত্রী আমাদের দাবিতে শীলমোহর না দিলে আজ দুপুর থেকে বিকাশ ভবন ঘেরাও করে সারাদিন রাত বসে থাকবেন শিক্ষকরা।’’

তিনি বলেন, ‘‘গোটা রাজ্যের ৭০ হাজার এসএসকে, এমএসকে শিক্ষকদের বলছি নিজেদের অধিকার ছিনিয়ে নিতে বিকাশ ভবন ঘেরাও করতে হবে।’’ তাঁদের অভিযোগ, ২০১১ সালে পেতেন তার থেকে এক পয়সাও বেতন বৃদ্ধি করেনি। এদিকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বেতন কয়েক গুণ বেড়ে গিয়েছে। জিনিসপত্রের দাম বৃদ্ধি হলেও শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে উদ্যোগ নেই। বিভিন্ন প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর করা হয়নি। এমনকি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ১৮ হাজার টাকা বেতন অন্যান্য রাজ্য দিলেও এই রাজ্য সরকার তা দিচ্ছে না।

গত শুক্রবার থেকে বিধাননগরে অবস্থান শুরু করেন শিক্ষকরা। ঝড়, বৃষ্টি উপেক্ষা করে রাত কাটাচ্ছেন তাঁরা। এদিন সন্ধ্যায় বিশাল পুলিশ বাহিনী এসে এসএসকে, এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের অবস্থান তোলার চেষ্টা করে। অবস্থান মঞ্চের ছাউনি ভেঙে দেওয়ার এবং বাঁশের কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করে। রাস্তায় বসে আন্দোলন করা যাবে না এমন ‘হুঁশিয়ারি’ও দেয় কর্তব্যরত পুলিশ বাহিনী। শিক্ষিকারাই তা প্রতিরোধ করে পুলিশ বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছেন। তবে গভীর রাতে ফের পুলিশের আক্রমণ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *