শিক্ষকদের অপশন ফর্ম জমা বন্ধ রাখার নির্দেশ, জারি বিজ্ঞপ্তি

শিক্ষকদের অপশন ফর্ম জমা বন্ধ রাখার নির্দেশ, জারি বিজ্ঞপ্তি

কালনা: রোপা ২০১৯ এর অধীনে শিক্ষকদের অপশন ফর্ম জমা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল পূর্ব বর্ধমানের কালনা সাব ডিভিশনের স্কুলগুলিকে৷ কালনার সাব ডিভিশনের স্কুল সহ পরিদর্শকের তরফ থেকে স্কুলগুলির প্রধান শিক্ষকদের পাঠানো এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, অনিবার্য কারণবশত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ তবে সেখানে নির্দিষ্ট করে কোনো কারণ উল্লেখ করা হয়নি৷

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য পৃথক রিভিশন অ্যান্ড পে অ্যালাওয়েন্স (রোপা)-এর ২০১৯ বিধি প্রকাশিত হয়েছে৷ নতুন বেতন কাঠামো অনুসারে বেতন নির্ধারণের জন্য ১৩ ডিসেম্বর থেকে অপশন ফর্ম ফিলাপের প্রক্রিয়াও শুরু হয়েছে, চলবে ১২ মার্চ পর্যন্ত৷

অথচ এই সংশোধিত বেতন কাঠামোয় রাজ্যে প্রায় ১ লক্ষ ৮০ হাজার গ্র্যাজুয়েট শিক্ষক আছেন যাদের টিজিটি স্কেল ও ৪৬০০ গ্রেড পে সহ বেশ কিছু বিষয় এখনও পরিষ্কার নয়৷ পাশাপাশি প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাঁদের বেতন নির্ধারণের বিষয়ে পৃথক কোনো উল্লেখ না থাকায় তীব্র ক্ষোভ জন্মেছে৷ এই বিষয়গুলিতে বিভ্রান্তি দূর না হওয়া পর্যন্ত অপশন ফর্ম ফিলাপ করা হবেনা বলেও দাবি করেছেন বহু শিক্ষক-শিক্ষিকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *