ফের শিক্ষকদের চরম হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর, পড়াশোনা হচ্ছে কোথায়?

ফের শিক্ষকদের চরম হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর, পড়াশোনা হচ্ছে কোথায়?

কলকাতা: বাড়ছে না বেতন৷ দীর্ঘদিন ধরে স্থায়ীকরণ ও সমকাজে সমবেতনের দাবি জানিয়ে আসছেন পার্শ্বশিক্ষকরা৷ কিন্তু পার্শ্বশিক্ষকদের বেতন না বললেও এবার তাঁদের দায়িত্ব আরও বাড়ানোর ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ একই সঙ্গে বেতন বৃদ্ধির আন্দোলন নিয়েও চূড়ান্ত বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে চূড়ান্ত বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী৷ জানান, পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি তুলছেন, তাঁদের বেতন বাড়াতে না পারলেও তাঁরা যাতে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে পরিদর্শকের ভূমিকা নিতে পারেন, সেটা ব্যবস্থা করে দিতে৷ শিক্ষা দপ্তর সেই বিষয়টি নিশ্চিত করে দিয়েছে৷ বলেন, ‘‘পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টিও আমরা ভেবেচিন্তে দেখব৷  কিন্তু নিজের কথা ভেবে রাস্তায় বসে পড়ে থাকলে হবে না৷ রাস্তাটা রাস্তার মত থাকতে দিন৷ ওখানে বসবেন না৷ আপনার আলোচনার টেবিলে আসুন আলোচনা হবে৷’’

সাফ জানিয়ে দেন, ‘‘শার্শ্বশিক্ষকদের বিষয় নিয়ে আমার কাছে অনেকে আসছেন, যাচ্ছেন৷ বলছেন৷ তাঁদের রাস্তায় বসার কারণ আমি খুঁজে পাচ্ছি না৷ প্রতিবছরই রাস্তায় বসছেন৷ প্রতিবছরই আপনার কিছু পাবেন৷ আপনার আলোচনায় বসুন৷ রাস্তাকে রাস্তার মত থাকতে দিন৷ ওটা একটা বিক্ষোভ রুটে পরিণত হয়েছে৷ প্রতিদিন কিছু না কিছু লোক কিছু না কিছু পাওয়ার পর আরও কিছু পাওয়ার জন্য এই সমস্ত করছেন৷ আমাদের তাতে ক্ষতি নেই৷ কিন্তু আপনারা যে বিদ্যায়তনে যুক্ত, সেই ছাত্র-ছাত্রীদের কথা একটু ভাবুন৷ শুধু নিজের কথা ভাবছেন? তাদের পড়াশোনা, নিয়মিত হচ্ছে কি না, সেটা দেখুন৷ এটা আপনাদের ভাবার কথা৷’’

বলেন, ‘‘দীর্ঘদিন আপনারা স্কুলে না গিয়ে আবেদন করছেন, আমি ছুটিতে থাকবো৷ সব মারলাম৷ কিন্তু ছাত্রদের কী হবে? তার তো একটা নির্দিষ্ট কোর্স আছে৷ অভিভাবক বাবার আসছে৷ বলছে, আপনি তো সবই করছেন৷ কিন্তু পড়াশোনা তো কিছু হচ্ছে না৷ আমি তাঁদের কাছে আবেদন করব, তাঁরা পড়াশোনাকে এত অবহেলা করবেন না৷ আপনাদের দাবি-দাওয়া যা আছে আস্তে আস্তে দিচ্ছি৷ রাজ্যের এত অর্থনৈতিক কষ্ট থাকা সত্ত্বেও শিক্ষকদের ব্যাপারে কোনও অবহেলা হয়নি৷ আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু করা যাবে৷’’ এসএসকে এমএসকে শিক্ষকদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এসএসকে এমএসকে শিক্ষকদের ব্যাপারে বলছি, তাঁরাও পার্শ্বশিক্ষক হতে পারবেন৷ যে যে শর্ত আছে তাঁরা তা মানলে পার্শ্বশিক্ষক হতে পারবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *