শিক্ষক-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র বিকাশ ভবন, ভাঙল পুলিশি ব্যারিকেড

কলকাতা: গত সাত বছরে একটি টাকাও বাড়েনি৷ অথচ কজের বহর বেড়েই চলেছে এসএসকে, এমএসকে শিক্ষকদের৷ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে টানা ৫ দিন ধর্নায় বসলেন এসএসকে, এমএসকে শিক্ষকরা৷ বিকাশভবনের অদূরে চলছে অনশন৷ সম কাজে সম বেতনের দাবিতে আজ, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিকাশভবন চত্বরে৷ বেতন বৃদ্ধির দাবিতে বিকাশভবন অভিযানে নামেন শিশু শিক্ষাকেন্দ্র, মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও মাদ্রাসার

04d999ceb501b3a81935642efb4b27a8

শিক্ষক-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র বিকাশ ভবন, ভাঙল পুলিশি ব্যারিকেড

কলকাতা: গত সাত বছরে একটি টাকাও বাড়েনি৷ অথচ কজের বহর বেড়েই চলেছে এসএসকে, এমএসকে শিক্ষকদের৷ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে টানা ৫ দিন ধর্নায় বসলেন এসএসকে, এমএসকে শিক্ষকরা৷ বিকাশভবনের অদূরে চলছে অনশন৷ সম কাজে সম বেতনের দাবিতে আজ, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিকাশভবন চত্বরে৷ বেতন বৃদ্ধির দাবিতে বিকাশভবন অভিযানে নামেন শিশু শিক্ষাকেন্দ্র, মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও মাদ্রাসার শিশু শিক্ষাকেন্দ্রের কয়েক হাজার শিক্ষক৷ বিকাশভবন অভিযানে বাঁধা দেয় পুলিশ৷ পুলিশি বাধা পেয়ে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়৷

জানা গিয়েছে, এদিন শিক্ষকদের বিকাশভবন অভিযান রুখতে বিশাল ব্যারিকেড তৈরি করে পুলিশ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনে সামনে চলে যান আন্দোলনরত শিক্ষকরা৷ পুলিশের সঙ্গে খণ্ডযুবদ্ধ বেধে যায় শিক্ষকদের৷ হয় ধাক্কাধাক্কি৷ তবে, ধাক্কাধাক্কি হলেও পুলিশ লাঠিচার্জ করেনি৷ পুলিশি ব্যারিকেড ভেঙে  সোমবার দুপুরে বিকাশভবনের গেটের মুখে বিক্ষোভ দেন তাঁরা৷ সম কাজে সম বেতনের দাবিতে শুরু হয় বিক্ষোভ৷ আন্দোলনকারীরাও জানিয়েছেন, বেতন বৃদ্ধির দাবি না মেটা পর্যন্ত তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন৷

জানা গিয়েছে, এসএসকে, এমএসকে শিক্ষকদের অনশনে অংশ নিয়েছেন রাজ্যের ১৫০ জন শিক্ষক৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীকে অনশন মঞ্চে আসতে হবে৷ বেতন বৃদ্ধির লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত চলবে অনশন৷ এর আগে একাধিকবার মৌখিক আশ্বাস পেলেও কোনও কাজ হয়নি৷ এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে৷

আন্দোলনকারীদের দাবি, ত্রিপুরায় এসএসকে, এমএসকে শিক্ষকরা ২১ হাজার টাকা বেতন পান৷ বিহারে ১৯ হাজার টাকা বেতন দেওয়া হলেও বাংলা এসএসকে, এমএসকে শিক্ষকরা পান মাত্র সাড়ে ৮ হাজার টাকা৷ কিন্তু, কেন এই বেতন বঞ্চনা? এরই প্রতিবাদে ১২ জুন বিকাশভবন অভিযান করে খোলা আকাশের নীচে অনশনে বসেন এসএসকে, এমএসকে শিক্ষকরা৷ এই মুহূর্তে রাজ্যের গ্রামঞ্চলে ১৮ লক্ষ ২২ হাজার ৩২২ পড়ুয়ার পঠনপাঠনের দায়িত্বে রয়েছেন বাংলার এসএসকে, এমএসকে শিক্ষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *