শিক্ষক-সহ একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি

শিক্ষক-সহ একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি

বিবিনগর: শিক্ষক-সহ একাধিক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বিবিনগর। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট aiimsbibinagar.edu.in এ গিয়ে অনলাইনে। বিজ্ঞপ্তিটি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে৷
 

শূন্যপদ মোট ২২টি৷ এর মধ্যে রয়েছে কলেজ অফ নার্সিংয়ে প্রফেসর কাম প্রিন্সিপাল পদ, রেজিস্ট্রার পদ, কলেজ অফ নার্সিংয়েই রয়েছে রিডার বা অ্যাসোসিয়েট প্রফেসর পদ। এছাড়াও কলেজ অফ নার্সিংয়ে রয়েছে লেকচারার বা অ্যাসিসট্যান্ট প্রফেসর পদ এবং টিউটর বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পদ। 
কলেজ অফ নার্সিংয়ে প্রফেসর কাম প্রিন্সিপাল পদ- ১টি 
রেজিস্ট্রার- ১টি 
কলেজ অফ নার্সিয়ে রিডার বা অ্যাসোসিয়েট প্রফেসর- ২টি 
কলেজ অফ নার্সিংয়ে লেকচারার বা অ্যাসিসট্যান্ট প্রফেসর- ৩টি 
টিউটর বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর- ১৫টি।

 

যোগ্যতা
প্রত্যেকটি বিভাগে নিয়োগের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন, যা এইমস বিবিনগরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি দেখলেই জানা যাবে৷ একাধিক পদে আবেদন করতে হলে আলাদা আলাদা করে আবেদন করে, আলাদা আলাদা করে আবেদনপত্রের ফি জমা দিতে হবে।

 

গুরুত্বপূর্ণ তথ্য
অনলাইনে আবেদন করার পর প্রার্থীরা তাঁদের আবেদনপত্রের হার্ড কপি ডাউনলোড করে কর্তৃপক্ষের অফিসে পাঠাতে পারেন নিম্নলিখিত ঠিকানায়৷ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বিবিনগর হায়দরাবাদ মেট্রোপলিটন রিজিয়ন, তেলেঙ্গানা-৫০৮১২৬, ইন্ডিয়া৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =