টিচার্স এলিজিবিলিটি টেস্ট আয়োজিত হতে চলেছে

টিচার্স এলিজিবিলিটি টেস্ট আয়োজিত হতে চলেছে

গুয়াহাটি: সম্প্রতি অসমের সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত থাকতে আগ্রহী  প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ssa.assam.gov.in এ গিয়ে দেখতে পারেন। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। অনলাইনে আবেদন করা শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত৷

শূন্যপদের সংখ্যা জানা যায়নি
 

দফতর

অসম সর্বশিক্ষা অভিযান মিশন

নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
 

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
অসম শিক্ষা দফতরের অধীনে টিচার্স এলিজিবিলিটি টেস্টের দ্বায়িত্ব দেওয়া হয়েছে অসম সর্বশিক্ষা অভিযান মিশনকে। সর্বশিক্ষা মিশনের তরফে রাজ্যের স্কুলগুলিতে প্রাথমিক স্তরে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষক-শিক্ষিকাদের গুণগত উৎকর্ষতা নির্বাচন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও জোরলো করার লক্ষ্যে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে৷

 

পরীক্ষার তারিখ
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর, ২০২১ তারিখে টিচার্স এলিজিবিলিটি টেস্ট নেওয়া হবে৷ পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ১০ অক্টোবর, ২০২১ থেকে। এলিজিবিলিটি টেস্টের সম্পূর্ণ পেপার মূলত দু’টি ভাগে বিভক্ত থাকে, পেপার-১ এবং পেপার-২।

 

আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট assam.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীদের নিজের নাম, বাবার নাম, মোবাইল নম্বর, মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ-ইন করে আবেদনপত্রটি পূরণ করে ছবি এবং স্বাক্ষর সহ আপলোড করতে হবে৷ সবশেষে ফি দিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *