নয়াদিল্লি: দীর্ঘ লকডাউনের গেরোয় এবার কর্মী ছাঁটাই শুরু করল ফুড ডেলিভারি সংস্থা সুইগি৷ অফিসকর্মীদের ১৩% ছাঁটাই ঘোষণা করেছে এই ফুড ডেলিভারি সংস্থা৷ গত সপ্তাহে ৩ মিনিটের ভিডিও কল কল করে মার্কিন অ্যাপ ক্যাব সংস্থা উবের ৩,৭০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে৷
আজ সকালে কর্মীদের বড়সড় ধাক্কা সুইগির তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ১১০০ জনকে ছাঁটাই করা হবে৷ তবে, ছাঁটাই হওয়া কর্মীদের ৩ মাসের বেতন দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে৷ করোনা রুখতে দীর্ঘ লকডাউন পরিস্থিতির মধ্যে ফুড ডেলিভারি সংস্থায় ক্ষতি হয়েছে৷ আর সেই কারণে কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে বলেও সংস্থার তরফে দাবি করা হয়েছে৷ সংস্থার ১৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছেন ফুড ডেলিভারি সংস্থার সিইও শ্রীহর্ষ মাজেতি৷
এর আগে মাত্র তিন মিনেটের ভিডিও কলে চাকরি হারালেন মার্কিন অ্যাপ ক্যাব উবেরের ৩,৭০০ জন কর্মী৷ সংস্থার পক্ষ থেকে একাধিক জুম কল করে কর্মীদের জানানো হয়, ‘‘উবেরের সঙ্গে আজই আপনার কাজ করার শেষ দিন৷’’ প্রতিটি কলের জন্য তিন মিনিটেরও কম সময় খরচ করা হয়েছে৷
চাকরি সংক্রান্ত খবর জানতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…