ভারতে চাকরি খোয়াতে পারেন ১৩ কোটির বেশি মানুষ, বলছে সমীক্ষা

ভারতে চাকরি খোয়াতে পারেন ১৩ কোটির বেশি মানুষ, বলছে সমীক্ষা

নয়াদিল্লি: করোনা মহামারী ঠেকাতে দেশজুড়ে চলছে দীর্ঘ লকডাউন৷ থমকে গিয়েছে দেশের আর্থিক চাকা৷ মুখ থুবড়ে পড়েছে ভারতীয় শেয়ার বাজার৷ একদিনে দীর্ঘ লকডাউন, অন্যদিকে ঝিমিয়ে পড়া অর্থমন্ত্রী, জোড়া ফলায় ভারতে ১৩ কোটি ৫০ লক্ষ মানুষ চাকরি খোয়াতে পারেন সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কনসালটিং ফার্ম বা ডি লিটল৷

পরিসংখ্যান বলছে, দারিদ্রের কবলে পড়তে পারেন ১২ কোটি মানুষ৷ বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি আর্থিকভাবে দুর্বল হয়ে হয়ে পড়ায় গড় মাথাপিছু আয় কমার আশঙ্কা তৈরি হয়েছে৷ জিডিপি কমতে পারে৷ আর্থিক দুর্দশা বাড়বে৷ চলতি অর্থবর্ষে জিডিপি ১০.৮ শতাংশ কমবে বলেও জানানো হয়েছে সমীক্ষায়৷

রিপোর্টে বলা হয়েছে, করোনার জেরে বেকারত্বের হার পৌঁছে যাবে ৩৫ শতাংশে৷ ফলে, ১৩ কোটি ৬০ লক্ষ চাকুরিজীবী কর্মহীন হতে পারেন বলেও চরম আশঙ্কার কথা শোনানো হয়েছে৷ নতুন করে দারিদ্র হতে পারেন ১২ কোটি মানুষ৷ চরম দারিদ্রের মুখে পড়তে পারেন দেশের অন্তত ৪ কোটি মানুষ৷ আর এই অবস্থা মোকাবিলা করতে প্রয়োজন আমূল আর্থিক সংস্কার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *