চাকরির অধিকার বুঝে নিতে ফের PSC অফিস ঘেরাও

কলকাতা: বিজ্ঞপ্তি জারির এক বছরের মধ্যে নিয়োগের দাবি জানিয়ে ফের রাজপথে নামছেন পিএসসি চাকরিপ্রার্থীদের একাংশ৷ তিন দফা দাবির ভিত্তিতে ‘পিএসসি অফিস চলো’ ডাক দিয়েছে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ৷ মঞ্চের তরফে জানানো হয়েছে, উত্তরপত্র মূল্যায়ন, ঝুলে থাকা একাধিক নিয়োগ পরীক্ষা শেষ করা ও বিজ্ঞপ্তি জারির এক বছরের মধ্যে নিয়োগ শেষ করার দাবিতে আগামিকাল সোমবার বেলা ১২টায়

চাকরির অধিকার বুঝে নিতে ফের PSC অফিস ঘেরাও

কলকাতা: বিজ্ঞপ্তি জারির এক বছরের মধ্যে নিয়োগের দাবি জানিয়ে ফের রাজপথে নামছেন পিএসসি চাকরিপ্রার্থীদের একাংশ৷ তিন দফা দাবির ভিত্তিতে ‘পিএসসি অফিস চলো’ ডাক দিয়েছে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ৷

মঞ্চের তরফে জানানো হয়েছে, উত্তরপত্র মূল্যায়ন, ঝুলে থাকা একাধিক নিয়োগ পরীক্ষা শেষ করা ও বিজ্ঞপ্তি জারির এক বছরের মধ্যে নিয়োগ শেষ করার দাবিতে আগামিকাল সোমবার বেলা ১২টায় পিএসসি ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে সংগঠনের তরফে৷

পিএসসি অফিস অভিযান প্রসঙ্গে যুবনেতা ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, ২০১৮ সালে ডব্লিউবিসিএসের মিসলেনিয়াস তো থাকবেই৷ এছাড়া পিএসসি আয়োজিত পরীক্ষায় নিয়োগ এখনও বাকি৷ আছে তার লিস্ট৷ আমাদের চাই নিয়োগ বিজ্ঞপ্তি৷ আর সেই কারণেই আমাদের এই আন্দোলন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 9 =