শিক্ষক নিয়োগ মামলায় ‘সুপ্রিম’ জয়, কপাল খুলছে ৫ হাজার প্রার্থীর

নয়াদিল্লি: শিক্ষক নিয়োগ মামলায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার৷ আগামী ৬ সপ্তাহের মধ্যে সংগঠক শিক্ষকদের প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের৷ আর তার জেরে কপাল খুলতে চলেছে অন্তত ৫ হাজার চাকরিপ্রার্থীর৷ অরগানাইজার টিচারদের প্রাথমিকে নিয়োগ করতে কেন গড়িমসি? ভরা এজলাসে প্রশ্ন শীর্ষ আদালতের বিচারপতি এম সান্তনাগৌধর ও বিচারপতি সঞ্জীব খান্নার ডিভশন বেঞ্চ৷ আদালতের প্রশ্নের

d2d5bd5d836bfc0953a13c0f10bb5338

শিক্ষক নিয়োগ মামলায় ‘সুপ্রিম’ জয়, কপাল খুলছে ৫ হাজার প্রার্থীর

নয়াদিল্লি: শিক্ষক নিয়োগ মামলায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার৷ আগামী ৬ সপ্তাহের মধ্যে সংগঠক শিক্ষকদের প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের৷ আর তার জেরে কপাল খুলতে চলেছে অন্তত ৫ হাজার চাকরিপ্রার্থীর৷

অরগানাইজার টিচারদের প্রাথমিকে নিয়োগ করতে কেন গড়িমসি? ভরা এজলাসে প্রশ্ন শীর্ষ আদালতের বিচারপতি এম সান্তনাগৌধর ও বিচারপতি সঞ্জীব খান্নার ডিভশন বেঞ্চ৷ আদালতের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হলেও তা অবশ্য টেকেনি আদালতে৷ পরে আদালতের তরফে সাফ জানিয়ে দেয়া হয়, বিন্দুমাত্র সময় নষ্ট না করে আগামী ৬ সপ্তাহের মধ্যে অরগানাইজার টিচারদের নিয়োগ করতে হবে৷ সুপ্রিম কোর্টের নির্দেশে ৫ হাজার ৭৫ জন সাংগঠনিক শিক্ষকের চাকরি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

জানা গিয়েছে, বাংলা থেকে পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গের গ্রামীণ শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পান অর্গানাইজার শিক্ষকরা৷ কিন্তু বেশ কয়েকজন শিক্ষক চাকরি পেলেও বাকিরা বঞ্চিত ছিলেন বলে অভিযোগ ওঠে৷ এমনকী তাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও নানান প্রশ্ন উঠতে থাকে৷ চাকরি না পেয়ে শুরু হয় মামলা৷ আবেদনকারীদের তরফে মামলা নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে৷ দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর আদালত নির্দেশ দেয়, আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বিষয়টি নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *