গ্রুপ সি, নবম-দশমের শূন্যপদে এখনই নিয়োগ নয়, স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ আদালত থেকে আপাতত ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণির শূন্যপদে নিয়োগ নয়, এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন এবং চাকরি হারানো প্রার্থীরা। সেই মামলাতেই দুই ক্ষেত্রে নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন- ‘ED-CBI-এর অপব্যবহার করছে কেন্দ্র’, সুপ্রিম কোর্টে মামলা ১৪টি বিরোধী দলের, সামিল তৃণমূলও
কলকাতা হাইকোর্টের নির্দেশেই গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণিতে যথাক্রমে ৮৪২ জনের এবং ৬১৮ জনের চাকরি গিয়েছে। সেইসব শূন্যপদে দ্রুত নিয়োগ করার জন্য নির্দেশও দিয়েছে আদালত। কিন্তু চাকরিহারারা এই নির্দেশের বিরোধিতা করে। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় তারা। সেই মামলাতেই গ্রুপ সি ও নবম-দশম শ্রেণির শূন্যপদে নিয়োগের ওপর এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রথমে অবশ্য কলকাতা হাইকোর্টের কাছেই এই নিয়ে আবেদন জানান হয়েছিল। কিন্তু সেই আবেদন মানা হয়নি। অগত্যা সুপ্রিম কোর্টে যায় চাকরি হারানো প্রার্থীরা।
উল্লেখ্য, আপাতত বেলাগাম নিয়োগ দুর্নীতির জন্য গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণি বাদে প্রাথমিকে চাকরি গিয়েছে ২৫২ জনের, গ্রুপ ডি'তে চাকরি বাতিল হয়েছে ১ হাজার ৯১১ জনের। সব মিলিয়ে মোট ৩ হাজার ৬২৩ জনের জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আবার এদের মধ্যে অনেকের চাকরি বাতিলের পাশাপাশি বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়।