আম গাছের মাথায় উঠে আত্মহত্যার হুমকি পুরকর্মীর, কেন জানেন?

পুরুলিয়া: শোলে সিনেমায় বসন্তীর জন্য বীরুর আর্তনাদের দৃশ্য মনে আছে নিশ্চয়৷ সেই দৃশ্যই ঘটল আরও একবার বাস্তবের দুনিয়ায়৷ তবে এবার হল একটু উল্টো৷ বকেয়া বেতনের দাবিতে আম গাছের মাথায় উঠে মাটিতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার হুমকি পুরকর্মীর৷ এর আগেও চাকরি খোয়াতেই অফিসের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দেন এক মহিলা৷ জানা গিয়েছে, পুরুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে

আম গাছের মাথায় উঠে আত্মহত্যার হুমকি পুরকর্মীর, কেন জানেন?

পুরুলিয়া: শোলে সিনেমায় বসন্তীর জন্য বীরুর আর্তনাদের দৃশ্য মনে আছে নিশ্চয়৷ সেই দৃশ্যই ঘটল আরও একবার বাস্তবের দুনিয়ায়৷ তবে এবার হল একটু উল্টো৷ বকেয়া বেতনের দাবিতে আম গাছের মাথায় উঠে মাটিতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার হুমকি পুরকর্মীর৷ এর আগেও চাকরি খোয়াতেই অফিসের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দেন এক মহিলা৷

জানা গিয়েছে, পুরুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আজ সকালে আম গাছের উঁচু ডালে চড়ে বসেন এক পুরকর্মী৷ গাছ থেকে ঝাঁপ দেওয়ার হুমকিও দেন গদাধর সূত্রধর নামের ওই ব্যক্তি৷ পুরসভা সূত্রে খবর, তিনি পুরসভার অস্থায়ী কর্মী৷ এদিনের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল৷ তাঁকে গাছ থেকে নামানোর চেষ্টা করা হয়৷

আম গাছের মাথায় উঠে আত্মহত্যার হুমকি পুরকর্মীর, কেন জানেন?অন্যদিকে, বসের সঙ্গে বিবাদ তৈরি হতেই গত সপ্তাহে বহুতলের ছাদের কিনারায় দাঁড়িয়ে নীচে ঝাঁপ দেওয়ার হুমকি মহিলা কর্মীর৷ মাঝবয়েসি ওই তরুণীকে নেমে আসার জন্য অনুরোধ কর্মীদের৷ শোলে সিনেয়ায় সেই বিখ্যাত দৃশ্যের কথা মনে করিয়ে দেওয়া মহিলার আত্মহত্যার হুমকি দেওয়ার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গুরগ্রামের সেক্টর-১৮তে এক বেসরকারি কনসালটেন্সি সংস্থায় কর্মরত এক মহিলার চাকরি চলে যায়৷ সেই খবর পেয়েই ওই মহিলা সটান অফিসের ছাদের সীমানা পাঁচিলে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন৷ মহিলাকে বোঝানোর চেষ্টা করা হলেও আত্মহত্যার হুমকি দিতে থাকেন ওই মহিলা৷ শেষে পুলিশ পৌঁছে ওই সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলে মহিলাকে কাজে বহাল করার অনুমতি আদায় করেন৷  শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে নীচে নেমে আসেন ওই মহিলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =