চাকরি না পেয়ে আত্মহত্যা উচ্চশিক্ষিত যুবকের

নয়াদিল্লি: চাকরি না পেয়ে অসবাদে আত্মহত্যার পথ বাঁছেনিলেন এক যুবক৷ ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বছর ৩০-এর যুবক সৌরভ যাদব৷ তিনি বিহারের বাসিন্দা৷ জানা গিয়েছে, দিল্লির ময়ূর বিহারে থাকতেন সৌরভ৷ বেশ কিছুদিন ধরেই হন্যে হয়ে চাকরি খুঁজছিলেন তিনি৷ কিন্তু না পেয়ে, নিজেকে শেষ করলেন সৌরভ৷ সকাল ন’টা নাগাদ সৌরভের খোঁজ পান পুলিশ৷ ব্রিজ থেকে যুবক

চাকরি না পেয়ে আত্মহত্যা উচ্চশিক্ষিত যুবকের

নয়াদিল্লি: চাকরি না পেয়ে অসবাদে আত্মহত্যার পথ বাঁছেনিলেন এক যুবক৷ ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বছর ৩০-এর যুবক সৌরভ যাদব৷ তিনি বিহারের বাসিন্দা৷

জানা গিয়েছে, দিল্লির ময়ূর বিহারে থাকতেন সৌরভ৷ বেশ কিছুদিন ধরেই হন্যে হয়ে চাকরি খুঁজছিলেন তিনি৷ কিন্তু না পেয়ে, নিজেকে শেষ করলেন সৌরভ৷ সকাল ন’টা নাগাদ সৌরভের খোঁজ পান পুলিশ৷ ব্রিজ থেকে যুবক ঝাঁপ দেওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ৷ উদ্ধার করা হয় সৌরভের দেহ৷ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়৷ পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়রিতে অবসাদে কথা লেখেন ওই যুবক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − fourteen =