ছুটির হিড়িক রুখতে কড়া বিজ্ঞপ্তি নবান্নের, বাড়ছে বিদ্রোহের আগুন!

কলকাতা: সরকারি কর্মীদের ছুটি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে ও ছুটির হিড়িক রুখতে কড়া ব্যবস্থা রাজ্যের৷ ছুটি নিয়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের যাত্রার অন্তত সাতদিন আগে আবেদনপত্র জমা করতে হবে। কর্মচারীদের ছুটি মঞ্জুর ও সময়ে আবেদনপত্র জমা দেওয়ার ব্যাপারে এবার কড়া মনোভাব নবান্নের। গত ২৪ এপ্রিল অর্থ দপ্তরের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই

3c50529582a65b92b9ef01137ee53876

ছুটির হিড়িক রুখতে কড়া বিজ্ঞপ্তি নবান্নের, বাড়ছে বিদ্রোহের আগুন!

কলকাতা: সরকারি কর্মীদের ছুটি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে ও ছুটির হিড়িক রুখতে কড়া ব্যবস্থা রাজ্যের৷ ছুটি নিয়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের যাত্রার অন্তত সাতদিন আগে আবেদনপত্র জমা করতে হবে। কর্মচারীদের ছুটি মঞ্জুর ও সময়ে আবেদনপত্র জমা দেওয়ার ব্যাপারে এবার কড়া মনোভাব নবান্নের।

গত ২৪ এপ্রিল অর্থ দপ্তরের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই বার্তা দেওয়া হয়েছে৷ ২৪৯৪-এফ(এইচ) মেমো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে কর্মীদের ছুটি শুরুর অন্তত সাতদিন আগে আবেদনপত্র জমা করতে হবে৷ লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি মঞ্জুর প্রক্রিয়াকে আরও মসৃণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

কোনও কোনও ক্ষেত্রে দেখা যায়, একেবারে শেষ মুহূর্তে বহু কর্মী ছুটির আবেদনপত্র জমা করছেন৷ সেই দিনেই তা মঞ্জুর করার জন্য কর্মীদের বাড়তি সক্রিয়তাও চোখ পড়েছে প্রশাসনিক কর্তাদের৷ শেষ মুহূর্তে একসঙ্গে অসংখ্য আবেদনপত্র খুঁটিয়ে দেখে দ্রুত তা মঞ্জুর করার ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতা থেকে যায়৷ ফলে, সেই সমস্যা দূর করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷ তবে প্রয়োজনে বিশেষ আপদকালীন পরিস্থিতিতে ছুটি মঞ্জুরের ক্ষেত্রে কিছুটা নমনীয় অবস্থান নেওয়ার সুযোগও রয়েছে৷

নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি ঘিরে ইমিমধ্যেই কর্মচারী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ তাঁদের একাংশের মতে, এমনিতেই কর্মীর অভাবে দিনে দিনে বাড়ছে কাজের চাপ৷ তার উপর বাকি রয়েছে একাধিক বয়েকা ভাতা৷ ডিএ নিয়ে রাজ্যের অনমনীয় মনোভাব ও ষষ্ঠ বেতন কমিশন ঝুলে থাকার কারণে ক্ষুদ্ধ কর্মচারীদের একাংশ৷ তার উপর এই বিজ্ঞপ্তি সরকারি কর্মীমহলে ক্ষোভের আগুনে ঘি ঢালতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষক মহলের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *