আজ বিকেল: রাজ্য সরকারের বিরুদ্ধ প্রতিবাদে সরব হলেন পার্শ্বশিক্ষকদের একাংশ। তাঁদের অভিযোগ, পার্শ্বশিক্ষকদের দিয়ে সব কাজ করিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু তাঁরা উপযুক্ত প্রাপ্য থেকে বঞ্চিত। আরটিই আইন অনুযায়ী পার্শ্বশিক্ষকদের কাজের মূল্যায়ন যাতে হয়, এই নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, হেডমাস্টার ও হেডমিস্ট্রেসদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযান। রাজ্য প্রজেক্ট ডিরেক্টর আর ভিমালার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্শ্বশিক্ষকদের কাজের মূল্যায়ন করে একটি রিপোর্ট কার্ড তৈরি করতে হবে।
চাকরি সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্কুলছুট ছাত্র-ছাত্রীদের চিহ্নিত করে মূল স্রোতে আনতে পার্শ্বশিক্ষকদের ভূমিকার মূল্যায়ন করতে হবে। ত্রৈমাসিক ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করতে হবে। অর্থাৎ প্রত্যেক শিক্ষাবর্ষের জানুয়ারি থেকে মার্চের মধ্যে কাজের মূল্যায়ন প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে তা জমা দিতে হবে। প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে প্রধানশিক্ষক সেই রিপোর্ট একত্রিত করে নির্দিষ্ট ফরম্যাট সি অনুযায়ী তা জমা দেবেন সিপিসি অথবা এসআই স্কুলের কাছে। উচ্চ প্রথামিকের পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে এআই স্কুল (সেকেন্ডারি) অথবা এডিআই অফ স্কুল (সেকেন্ডারি)-র কাছে।
শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানতে এখানে ক্লিক করুন
এরপর সিপিসি অথবা এসআই ও এআই স্কুল (সেকেন্ডারি) অথবা এডিআই অফ স্কুল (সেকেন্ডারি)-সেই রিপোর্ট নির্দিষ্ট বি ফরম্যাট অনুযায়ী জমা দেবেন ডিইও অথবা এসএসএমের কাছে। এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে তা জমা দিতে হবে। এরপর তাঁদের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্দিষ্ট এ ফরম্যাট অনুযায়ী তা পাঠানো হবে এসপিও-র কাছে। এপ্রিলের চুতুর্থ সপ্তাহের মধ্যে তা পাঠাতে হবে।
একইভাবে দ্বতীয়, তৃতীয়, চতুর্থ ত্রৈমাসিক রিপোর্ট পরের বছর জুলাই, অক্টোবর ও জানুয়ারির চতুর্থ সপ্তাহের মধ্যে পাঠাতে হবে নির্দিষ্ট অফিসে। প্রতিটি স্কুলে নিযুক্ত পাশ্বর্শিক্ষকদের সময়মতো জানাতে হবে, কী পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ নয়া এই বিজ্ঞপ্তি ঘিরে পার্শ্বশিক্ষকদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে৷ এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, ‘‘আমাদের দিয়ে আর কী কী করানো হবে? যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়ার ক্ষমতা নেই, উলটে একের পর এক নির্দেশ৷ আমরা এই নির্দেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ সরকার আগে আমাদের দাবি-দাওয়া ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করুর৷ তারপর নির্দেশ পালনের জন্য বলুক৷’’