ভোটের আগে ৫০ পুরসভায় ২৩০০ শূন্যপদে নিয়োগ অনুমোদন রাজ্যের

ভোটের আগে ৫০ পুরসভায় ২৩০০ শূন্যপদে নিয়োগ অনুমোদন রাজ্যের

297c345720a38891ef56c4b99feec08e

কলকাতা: পুরসভা নির্বাচনের আগে কলকাতা পুরসভায়-সহ বাংলার ৫০টি পুরসভা মিলিয়ে প্রায় আড়াই হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য৷ আগামী মার্চের মধ্যে প্রথম পর্বে কলকাতা পুরসভায় ১৩০০ কর্মী নিয়োগ করা হবে বলে খবর৷ তবে, পরীক্ষা, ফলাফলা, মেধাতালিকা প্রকাশ, সব মিলিয়ে ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শেষ করা যাবে কি না, তা নিয়ে যথেষ্ঠ আশঙ্কা দেখছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

জানা গিয়েয়েছে, কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ‌ইঞ্জিনিয়ার থেকে শুরু করে  অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি ম্যানেজার থেকে সার্জেন্ট, মেডিক্যাল অফিসার থেকে  ফুড সেফটি অফিসার-সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে৷ একই সঙ্গে ৮৫৮ শূন্যপদে মজুদর, ৯০টি শূন্যপদে পরিবেশ বন্ধু নিয়োগের পরিকল্পনা রয়েছে রাজ্যের৷ নিয়োগের বিষয়ে অর্থ দপ্তর অনুমোদন পাওয়া গিয়েছে বলে কলকাতা পুরসভা সূত্কে খবর৷

কলকাতা পুরসভার পাশাপাশি বাংলার ৫০টি পুরসভায় নতুন শূন্যপদ সৃষ্টি হয়েছে৷ নিয়োগ হবে হাজারের বেশি শূন্যপদে৷ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে স্যানিটরি ইন্সপেক্টর, বিল্ডিং ইন্সপেক্টর থেকে ড্রাফটসম্যান, হেল্থ অ্যাসিস্ট্যান্ট থেকে লাইসেন্স ইন্সপেক্টর, কালেক্টিং সরকার থেকে পাইপলাইন ইন্সপেক্টর, লাইট সুপারভাইজার থেকে বার্নিং ঘাট রেকর্ডার-সহ গুচ্ছ পদে নিয়োগ করা হবে৷
জানা গিয়েছে, পুর দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত পুরসভাকে চিঠি দিয়ে শূন্যপদের সংখ্যা জানতে চাওয়া হয়েছে৷ সেই অনুযায়ী নতুন পদ সৃষ্টি করে ৫০টি পুরসভায় নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে৷  পুরভোটের আগে গোটা প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *