নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এক লপ্তে ২০০’র বেশি পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে তারা। ইতিমধ্যে কোন বিষয়ে কত আসনে নিয়োগ হবে, তার বিস্তারিত বিবরণ দিয়ে বিজ্ঞপন দিয়েছে কর্তৃপক্ষ।
অর্থাৎ, বিভাগে কত শূন্য পদ রয়েছে, তার মধ্যে ক’টা সংরক্ষিত, আর কটা অসংরক্ষিত, সেসব তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞানের ২০টি, আর্টসের ১৪ এবং কমার্সের দু’টি বিষয়ের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এছাড়াও ফের স্থায়ী রেজিস্ট্রার নিয়োগেরও বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
এর আগে স্থায়ী রেজিস্ট্রার পদের জন্য কাউকে যোগ্য না পাওয়ার ফলে, নিয়োগ করে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে শিক্ষক নিয়োগের আবেদন জমা দিতে হবে। অন্যদিকে, রেজিস্ট্রার পদের জন্য আবেদনের শেষ দিন ১৩ মার্চ।