চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনাল রাজ্য পুলিশ, জারি বিজ্ঞপ্তি

কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য সুখবর শোনাল রাজ্য পুলিশ। আরক্ষা ভবনের তরফে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদে ৭ হাজার থেকে ৩৭ হাজার পর্যন্ত বেতনের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ ৬৮৮ শূন্যপদে নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাধারণ ক্যাটাগরিতে ৩৬৬ জন, তফসিলি জাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের জন্য ১৪৭টি, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য

4617c41be043d1e28ebcd826d35e2af3

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনাল রাজ্য পুলিশ, জারি বিজ্ঞপ্তি

কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য সুখবর শোনাল রাজ্য পুলিশ। আরক্ষা ভবনের তরফে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদে ৭ হাজার থেকে ৩৭ হাজার পর্যন্ত বেতনের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ ৬৮৮ শূন্যপদে নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাধারণ ক্যাটাগরিতে ৩৬৬ জন,  তফসিলি জাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের জন্য ১৪৭টি, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য ৪০টি ও বিসিসি-এ ক্যাটাগরিতে ৬৮ ও ওবিসি-বি ক্যাটাগরিতে ৪৭ জন সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে৷

ভারতীয় নাগরিক হলেই এই পদে আবেদন করা যাবে৷ শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি রাখা হয়েছে৷ স্থানীয় ভাষা বাংলা লিখতে পড়তে জানতে হবে বলেও শর্ত রাখা হয়েছে৷ বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে ১-১-২০১৯-এর অনুযায়ী৷ তপশিলি জাতি উপজাতি ও সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। অফলাইন ও অনলাইন মারফত করা যাবে আবেদন৷

আবেদনের পর প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে৷ উচ্চতা হতে হবে ১৬৩ সেন্টিমিটার, ওজন হতে হবে ৫৬ কেজি। সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্যাচের জন্য উচ্চতা হতে হবে ১৭৩ সেন্টিমিটার, ৬০ কেজি ওজন হতে হবে প্রার্থীর৷ শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৮০০ মিটার তিন মিনিটের মধ্যে দৌড় শেষ করতে হবে৷ তারপর ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে৷ তিনটি পেপারে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর মেডিক্যাল পরীক্ষা করানো হবে৷ ইন্টারভিউ নেওয়ার পর হবে নিয়োগ। সাধারণ চাকরিপ্রার্থীরা আবেদনের জন্য ২৭০ টাকা ফি দিতে হবে৷ তফসিলি জাতি ও উপজাতি পরীক্ষার্থীদের জন্য কুড়ি টাকা ফি দিতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোন সমস্যা বা বিস্তারিত বিবরণ জানতে অবশ্যই রাজ্য পুলিশের ওয়েবসাইটে নজর রাখুন অথবা নিচে দেওয়া লিঙ্কটি ক্লিক করে জেনে নিন বিস্তারিত তথ্য। বিস্তারিত তথ্য দেখুন-http://offlinewbprb.applythrunet.co.in/PostDetail.aspx?E=CqtJgc1EYX%2fE3Us1gP294w%3d%3d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *