ভোটের আগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের! মিলবে ষষ্ঠ পে-কমিশনের সুবিধা

ভোটের আগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের! মিলবে ষষ্ঠ পে-কমিশনের সুবিধা

কলকাতা: পুরসভা ভোটের আগে কলকাতা পুরসভা ইংরেজি, হিন্দি ও উর্দু বিষয়ে ২০১ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ নিয়োগ হবে কলকাতা পুরসভার অধীনস্ত বিভিন্ন স্কুলে৷ প্রার্থী বাছাই করবে রাজ্য মিউনিসিপাল সার্ভিস কমিশন৷

শূন্যপদ: ইংরেজি বিষয়ে ১৪৯ শূন্যপদে নিয়োগ করা হবে৷ হিন্দি বিষয়ে ১৯জন শিক্ষক নিয়োগ করার কথা জানানো হয়েছে৷ উর্দু বিষয়ে ২৫টি শূন্যুপদে নিয়োগের কথা জানানো হয়েছে৷

শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে৷ একই সঙ্গে ২ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ৪ বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন কিংবা দু’বছরের ডিপ্লোমা ইন এডুকেশন অথবা গ্রাজুয়েট এবং দু’বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে৷

শর্ত:  ইংরেজি বিষয়ে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে স্কুল স্তরে পর্যন্ত প্রথম ভাষা হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে৷ অথবা ইংরেজিতে অনার্সসহ স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়৷ হিন্দি এবং উর্দু ভাষায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর আবেদনে দেখা হবে, ওই ভাষাটি নিয়ে তিনি উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত প্রথম ভাষা বা দ্বিতীয় ভাষা হিসেবে পড়েছেন কি না৷ সবক্ষেত্রেই সেন্ট্রাল বা স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে বলেও শর্ত দেয়া হয়েছে৷

বয়স ও বেতন: ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে৷ তপশিলি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷ বেতন হবে ২০১৯ সালের ষষ্ঠ বেতন কমিশন অনুসারে৷

আবেদন: অনলাইনে দরখাস্ত করতে হবে, www.mscwb.org এই ওয়েবসাইটে৷ একইসঙ্গে প্রার্থীকে প্রার্থীর চালু ইমেইল আইডি থাকতে হবে৷ প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে৷ রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল৷  যদিও ওই সময়ের মধ্যে খুব সম্ভবত ভোটের নির্ঘণ্ট ও প্রকাশ হয়ে যেতে পারে৷ সেক্ষেত্রে নিয়োগে কোন বাধা-বিঘ্ন আসতে পারে কি না তা নিয়ে থাকছে প্রশ্ন৷

আবেদনের সময়সীমা: আবেদনের জন্য পরীক্ষার্থীকে ২০০ টাকা জমা করাতে হবে৷ তপশিলি, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৭০ টাকা আবেদন ফি জমা করাতে হবে৷ আবেদন ফি জমা করাতে পারবেন অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতে৷ উপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ১৫ এপ্রিলের মধ্যে৷ ফি জমা দিতে হবে ১৬ এপ্রিলের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত সাবমিট করার শেষ দিন ১৭ এপ্রিল৷ অনলাইনে দরখাস্ত যথাযথভাবে সাবমিট করার পর একটি কপি প্রিন্ট করিয়ে রাখবেন৷ এটি কোথাও পাঠাতে হবে না৷ নিজের কাছে রেখে দেবেন৷ পরে কাজে লাগবে৷ প্রার্থী বাছাই পদ্ধতি সহ অন্যান্য তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =