কলকাতা: একের পর এক দুর্নীতি মামলা, সিবিআই অনুসন্ধানের নির্দেশ, কিছু মামলায় স্থগিতাদেশ৷ অন্তহীন বিতর্ক৷ গুচ্ছ মামলার জটে আটকে স্কুল সার্ভিস কমিশন৷ তবে সেই সমস্ত বিতর্ক পাশে সরিয়ে ফের এসএসসি’র মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার৷ এ বিষয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে বলেও সূত্রের খবর৷
আরও পড়ুন- বাবুঘাট থেকে সরছে বাসস্ট্যান্ড, পরিবহণ দফতরের নির্দেশে জোর তরজা
গত বছর স্কুল শিক্ষকদের বদলি ব্যবস্থার সরলীকরণ করতে উৎসশ্রী প্রকল্প চালু করে রাজ্য সরকার৷ অভিযোগ, এর পর থেকেই নাকি বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষিকা কমে যাওয়ার প্রবণতা শুরু হয়৷ বিশেষ করে প্রভাব পড়ে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে। কোনও কোনও স্কুলে আবার নির্দিষ্ট কিছু বিষয়ের জন্য শিক্ষক নেই বললেই চলে। কারণ, বদলি নিয়ে তাঁরা চলে গিয়েছেন নিজের শহরের কাছাকাছি৷ ফলে শিক্ষকের অভাবে ধুঁকছে গ্রামের স্কুলগুলি৷ স্কুলগুলির বেহাল দশায় ভবিষ্যত অন্ধকারে পড়ুয়াদের। অন্যদিকে, তুলনায় শিক্ষকের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে শহরের স্কুলে।
বেশ কয়েক বছর হয়ে গেল শিক্ষক নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করেনি এসএসসি৷ ২০১৬ সালে সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির পাশাপাশি সরকারি স্কুলেও শেষ নিয়োগ হয়৷ পরিসংখ্যান বলছে, বর্তমানে বহু স্কুলে অর্ধেক শিক্ষকও নেই৷ এদিকে, নিয়োগ থমকে থাকায় স্কুলে চাকরি করার স্বপ্ন অধরা থেকে গিয়েছে বহু মেধাবী পড়ুয়ার৷ পাশাপাশি থমকে শিক্ষাকর্মী নিয়োগ পদ্ধতিও৷ ২০১৫ সালের পর থেকে বন্ধ সরকারি স্কুলে শিক্ষাকর্মী নিয়োগ করা হয়নি৷ ফলে স্কুলগুলিতে কমছে শিক্ষাকর্মীর সংখ্যাও৷ শিক্ষামহলের একাংশ বলছে, অবিলম্বে উচ্চ প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দ্রুত শিক্ষক নিয়োগ না-করলে সরকার পোষিত অধিকাংশ স্কুলে অচলাবস্থার সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই তড়িঘড়ি সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করতে তৎপর রাজ্য৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>