৩৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের পথে নবান্ন, আসতে পারে বিজ্ঞপ্তি

গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রায় ৩৩ হাজার শূন্যপদ আছে বলে জানা গিয়েছে। অগস্ট মাসেই এই বিষয়ে নবান্ন রিপোর্ট প্রকাশ করতে পারে বলে জানা গিয়েছে। রাজ্য অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে।

 

কলকাতা:  গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রায় ৩৩ হাজার শূন্যপদ আছে বলে জানা গিয়েছে। অগস্ট মাসেই এই বিষয়ে নবান্ন রিপোর্ট প্রকাশ করতে পারে বলে জানা গিয়েছে। রাজ্য অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ঘোষণার ৭ মাস পরেও থমকে শিক্ষক বদলি, ফের বাড়ছে বিদ্রোহ

তবে কোনও দফতরে কতজন কর্মী নিয়োগ করা হবে, সেই বিষয়ে কোনও তথ্য এখনও স্পষ্ট করে জানা যায়নি। গ্রুপ সি ও ডির পাশাপাশি গ্রুপ বি তেও বেশ কিছু শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। তবে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে গ্রুপ সি-তে। ১৭ হাজারের বেশি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। গ্রুপ বি-তে শূন্যপদের সংখ্যা ৯,১২৭। গ্রুপ ডি-তে শূন্য পদের সংখ্যা ৬,৭৮০। 

আরও পড়ুন- ৪,৪৯৯ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উত্তর-পূর্ব সীমান্ত রেলের

সরকারি নিয়োগের স্বার্থে ২০১২ সালে পাশ হয়েছে পশ্চিবঙ্গ কর্মী নিয়োগ আইন।  সেই আইন অনুযায়ী, ২০১৩ সালে গ্রুপ 'সি' ও 'ডি' পদে কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়া হয় স্টাফ সিলেকশন কমিশনকে। যদিও পরে নতুন আইন এনে স্টাফ সিলেকশন রদ করে দেয়। ২০১৭ সাল থেকে বিজ্ঞপ্তি দিয়ে পাবলিক সার্ভিস কমিশনকে গ্রুপ সি ও গ্রুপ ডি-র কর্মী নিয়োগের দায়িত্ব দেয় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 2 =