কলকাতা: করোনা আবহে জেরবার গোটা বিশ্ব৷ প্রভাব পড়েছে অর্থনীতিতে৷ দীর্ঘ লকডাউনের কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ৷ বেসরকারি দফতরে হয় কর্মী ছাঁটাই হয়েছে, নয়তো কমেছে বেতন৷ করোনা আবহে লাফিয়ে বেড়েছে বেকারত্ব৷ বাড়তে থাকা বেকারত্বের আবহে এবার কিছুটা হলেও সুখবর দিতে চলেছে রাজ্য সরকার৷
পশ্চিমবঙ্গ রাজ্য সমবায়ে নতুন ৭৫টি শাখা খুলতে চলেছে৷ সেই সমস্ত শাখায় কাস্টমার সার্ভিস পয়েন্টে প্রায় ৬ হাজারের বেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর৷ সব ব্রাঞ্চে চূড়ান্ত নিয়োগ হবে আগামী বছর৷ ইতিমধ্যেই শ’খানেক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন৷ ২৮ অক্টোবরের মধ্যে অনলাইনে করা যাবে৷ সমবায় ব্যাঙ্কে ক্লার্ক ও স্টাফ অফিসার মিলিয়ে প্রায় ৮০টি শূন্যপদ নিয়োগ হবে বলে খবক৷ বাকি পদে ধাপে ধাপে নিয়োগের পরিকল্পনা রয়েছে৷ শীঘ্রই ৫ হাজার ৯০০ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে খবর৷
সব কিছু ঠিকঠাক থাকলে দ্রুত রাজ্য সরকার সমবায় ব্যাঙ্কে অতিরিক্ত ৭৫টি শাখা খুলতে চলছে৷ যেখানে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সুযোগ সুবিধা নেই, সেখানে সাধারণ মানুষের কাছে সমবায় ব্যাঙ্কের পরিষেবা পৌঁছতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷ খুব শীঘ্রই সমবায় শাখা চালু করা হবে৷ প্রতিটি শাখায় কমপক্ষে ১০ জন কর্মী নিয়োগ প্রয়োজন৷ প্রায় ৭৫০ নতুন চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে৷ একই সঙ্গে রাজ্যের সর্বত্র বৈধ আর্থিক প্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে৷ রাজ্যজুড়ে ২ হাজার ৬৩১টি সিএসপি খোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ সব মিলিয়ে সেখানে সাড়ে ৫ হাজারের বেশি চাকরির সুযোগ তৈরি হচ্ছে৷