২ হাজারেরও বেশি শূন্যপদে স্টেনোগ্রাফার নিয়োগ, যোগ্যরা এখনই আবেদন করুন

কলকাতা: আপনি স্টেনোগ্রাফিতে দক্ষ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর৷ সরকারি দফতরে স্টেনোগ্রাফার পদে সরাসরি  নিয়োগ করা হবে। এই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন৷ …

stenographer

কলকাতা: আপনি স্টেনোগ্রাফিতে দক্ষ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর৷ সরকারি দফতরে স্টেনোগ্রাফার পদে সরাসরি  নিয়োগ করা হবে। এই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন৷  সেখানে বলা হয়েছে, গ্রেড ‘সি’ এবং ‘ডি’ বিভাগের জন্য মোট ২০০৬ জনকে স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। তবে চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যায় কিছুটা তারতম্য ঘটতে পারে৷। যাঁরা চাকরি পাবেন তাঁদের কেন্দ্রীয় মন্ত্রকের বিভিন্ন বিভাগে নিযুক্ত করা হবে।

আবেদনের বয়স-

গ্রেড ‘সি’-র পদের জন্য ১৮ থেকে ৩০ বছর এবং গ্রেড ‘ডি’ পদে ১৮ থেকে ২৭ বছরের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর জন্য লাগবে ১০০ টাকা। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৮ অগাস্ট৷ আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু হয়ে গিয়েছে ২৬ জুলাই থেকে৷ লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে৷