SSC-র শিক্ষক নিয়োগে একাধিক অস্বচ্ছ্বতা, গুরুতর অভিযোগ চাকরিপ্রার্থীদের

SSC-র শিক্ষক নিয়োগে একাধিক অস্বচ্ছ্বতা, গুরুতর অভিযোগ চাকরিপ্রার্থীদের

 

কলকাতা:  ‘যুব ছাত্র অধিকার মঞ্চে’র দীর্ঘ আন্দোলনের পর নিয়োগ ব্যবস্থাকে প্রকাশ্যে নিয়ে এসেছিল এসএসসি৷ মঞ্চের দাবি, তাঁদের আন্দোলনের জেরেই প্রার্থীদের অন্ধকারে রেখে নিয়োগের যে কৌশল এসএসসি একটা সময় নিয়েছিল, তা বন্ধ করা গিয়েছে৷ ২৯ দিনের দীর্ঘ অনশন আন্দোলনের পর আশাহত প্রার্থীরা কর্মসংস্থান পেয়েছেন। যদিও মঞ্চের বক্তব্য, এই কৃতজ্ঞতা অনেকেই স্বীকার করবেন না৷ কারণ কৃতজ্ঞতার মেয়াদ বেকারত্বের অবস্থানটুকুর মধ্যেই সীমাবদ্ধ। অভিজ্ঞতা সে কথা বলছে৷   

আরও পড়ুন- একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে NIRDPR, শুরু আবেদন প্রক্রিয়া

 

নিয়োগ ব্যবস্থাকে প্রকাশ্যে নিয়ে আসা হলেও, এসএসসি’র বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে যুব ছাত্র অধিকার মঞ্চ৷ তাঁদের বক্তব্য, লকডাউনের মাঝে  এসএমএসের মাধ্যমে নন জয়েনিং প্রার্থীদের নিয়োগ করা হল। অথচ এসএমএস ফরোয়ার্ডের আগে ওয়েবসাইটে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি এসএসসি। যে সকল প্রার্থীর মোবাইলে এসএমএস পৌঁছল না বা যাঁরা সিম কার্ড পরিবর্তন করে নিয়েছেন, সেই সকল প্রার্থীরা কিন্তু বঞ্চিতই রয়ে গেলেন। 

আরও পড়ুন- ক্লার্ক পদে রেকর্ড নিয়োগ সম্ভাবনা রাজ্যে, ৬৬ হাজার প্রার্থীকে ডাক PSC-র

মঞ্চের আরও অভিযোগ, নন-জয়েনিং শুধু নবম-দশমে নয়, একাদশ- দ্বাদশেও রয়েছে। বারবার আবেদন করা সত্ত্বেও সে দিকে কোনও ভ্রূক্ষেপ করেনি কমিশন। অবিলম্বে কমিশন যদি আসনগুলিতে নিয়োগ না করে, তাহলে প্রামাণ হাতে নিয়ে আবার জনমত তৈরি করা হবে বলে তাঁদের হুঁশিয়ারি।  

আরও পড়ুন- ১০ হাজার শিক্ষককে পিওন-রাঁধুনি-সাফাইকর্মী পদে চাকরি দিচ্ছে সরকার

এছাড়াও বলা হয়েছে,  কমিশনের উচিত ছিল যাঁদেরকে  এসএমএস ফরোয়ার্ড করা হয়েছে তাঁদের নাম ধরে ডেকে  রুমে ঢোকানো।  কিন্তু সেটা করা হয়নি। বদলে এসএমএস দেখে প্রার্থীদের রুমে ডাকা হয়েছে৷ তাছাড়া যাঁরা অনুপস্থিত ছিলেন, তাঁদের বিষয়ে কিছু জানানো হয়নি৷ তাঁদের নামের কোনও তালিকাও প্রকাশ করেনি কমিশন৷ এমনটাও হতে পারে, তাঁরা হয়তো এসএমএস পাননি৷ আর যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয়, তাঁরা ইনসার্ভিস রয়েছেন বলে আসেননি, তাহলে তাঁদের  জায়গায় যাঁদের পরবর্তীকালে নিয়োগ করা হবে, তাঁরা কি ভাবে জানতে পারবেন, সে বিষয়েও কিছু জানায়নি কমিশন৷ প্রার্থীদের তরফে কমিশনে  এ বিষয়ে আবেদন জানিয়েছেন তাঁরা৷  এখানেই অভিযোগের শেষ নয়৷ বলা হয়েছে, এদিন এমনও প্রার্থী  ছিলেন যাঁরা  নিজেদের  ব়্যাঙ্ক  কাউকে বলতে চাননি। 

আরও পড়ুন- মিলবে না পেনশন, সরকারি কর্মচারীদের স্বেচ্ছাবসর প্যাকেজে ‘আচ্ছে দিনে’র আতঙ্ক

এর আগেও যুব ছাত্র অধিকার মঞ্চ  একাধিক আন্দোলন করেছে। ২৯ দিন অনশন আন্দোলনের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে এসএসসির  খামতি তুলে ধারা হয়েছে৷ তবে আন্দোলন থেকে হাত গুটিয়ে নেয়নি মঞ্চ৷  গত কয়েক মাসের  মধ্যে এসএসসি কোথায় কি করেছে তার সমগ্র  তথ্য মঞ্চ রেখেছে বলেই দাবি৷ সঠিক সময়ে প্রমাণ তুলে বিস্ফোরণ ঘটানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + twelve =