চলতি অর্থবর্ষে সাড়ে ২২ হাজার শূন্যপদে নিয়োগ হবেই: SSC

কলকাতা: আগামী মার্চের মধ্যে আরও ২২ হাজার ৬৭৮ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে বলে সাফ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন৷ মঙ্গলবার এসএসসি’র কেন্দ্রীয় কার্যালয় আচার্য ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার৷ তিনি জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে ১৩ হাজার ৮০টি (পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বাদে) শূ্ন্যপদের জন্য ভেরিফিকেশনের কাজ চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির

চলতি অর্থবর্ষে সাড়ে ২২ হাজার শূন্যপদে নিয়োগ হবেই: SSC

কলকাতা: আগামী মার্চের মধ্যে আরও ২২ হাজার ৬৭৮ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে বলে সাফ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন৷ মঙ্গলবার এসএসসি’র কেন্দ্রীয় কার্যালয় আচার্য ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার৷

তিনি জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে ১৩ হাজার ৮০টি (পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বাদে) শূ্ন্যপদের জন্য ভেরিফিকেশনের কাজ চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির গোড়ায় শুরু হবে৷ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফার সুপারিশপত্র ছাড়ার কাজও চলতি মাসের শেষের মধ্যেই শেষ হয়ে যাবে৷ আজ, বুধবার সন্ধ্যায় ২ হাজার ২৪৩টি প্রধান শিক্ষক পদের জন্য প্যানেল প্রকাশ করা হবে৷ তবে, এসএসসি’র নিয়োগের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষিত ইন্টার্ন শিক্ষকদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন সৌমিত্রবাবু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 7 =