শিক্ষক নিয়োগে সুখবর শোনাল SSC, বাড়ছে শূন্যপদ!

কলকাতা: ফের চতুর্থ পর্যায়ের কাউন্সেলিং করতে চলছে স্কুল সার্ভিস কমিশন৷ বাড়ছে শূন্যপদ৷ কমিশন সূত্রে খবর, নবম-দশমে শূন্যপদ এক ধাক্কায় অনেকটাই বাড়ছে৷ ১৫১১টি শূন্যপদ বাড়াতে চলেছে কমিশন৷ কিন্তু, কবে প্রকাশিত হবে চতুর্থ পর্বের কাউন্সেলিং বিজ্ঞপ্তি? আরও পড়ুন: পরবর্তী SSC-র বিজ্ঞপ্তি কবে? নতুন নিয়োগ হবে? জবাব চেয়ারম্যানের আজ বিকেল ডট কমকে এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, ‘‘করব

শিক্ষক নিয়োগে সুখবর শোনাল SSC, বাড়ছে শূন্যপদ!

কলকাতা: ফের চতুর্থ পর্যায়ের কাউন্সেলিং করতে চলছে স্কুল সার্ভিস কমিশন৷ বাড়ছে শূন্যপদ৷ কমিশন সূত্রে খবর, নবম-দশমে শূন্যপদ এক ধাক্কায় অনেকটাই বাড়ছে৷ ১৫১১টি শূন্যপদ বাড়াতে চলেছে কমিশন৷ কিন্তু, কবে প্রকাশিত হবে চতুর্থ পর্বের কাউন্সেলিং বিজ্ঞপ্তি?

আরও পড়ুন: পরবর্তী SSC-র বিজ্ঞপ্তি কবে? নতুন নিয়োগ হবে? জবাব চেয়ারম্যানের

আজ বিকেল ডট কমকে এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, ‘‘করব করব৷ সোম-মঙ্গলবারের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে৷’’ নবম থেকে দ্বাদশ শ্রেণিতে কাউন্সেলিং ঘিরে নতুন করে চাকরিপ্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল৷

সূত্রের খবর, একাদশ-দ্বাদশে ৮০২টি শূন্যপদ বাড়ানো হচ্ছে৷ কাউন্সেলিংয়ের পর এই পদগুলিতে নিয়োগ হবে বলে জানা গিয়েছে৷ ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে বলেও খবর৷ চতুর্থ পর্যায়ের কাউন্সেলিং সোম-মঙ্গলবারের মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান৷ খুব সম্ভবত, আগামী মাসেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে পারে কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *