কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের মামলায় চাঞ্চল্যকর মোড়। ২৫ নয়, অন্তত ৫০০ জনের নিয়োগে অনিয়ম হয়েছে বলে দাবি মামলাকারীদের। সেই প্রেক্ষিতে নিয়োগে পত্রে যাদের আদেশে অনুমোদন করা হয়েছিল সেই ২৫+৫০০ জনের নাম, ঠিকানা জমা দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগেই ২৫ জনের বেতন বন্ধ করে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার ২৫+ ৫০০ জনের ভবিষ্যতের দায় ভার নিতে হবে SSC-কে। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ দাবি করছে, ২৫ জনের নিয়োগ কমিশনের সুপারিশেই হয়েছে।
আবেদনকারীদের পক্ষ থেকে ৫০০ জনের তালিকা (যাঁদের নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে) বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কাছে জমা দিতে হবে। সেই তালিকা অনুযায়ী, নিয়োগ মোতাবেক বোর্ড অফ সেকেন্ডারি সভাপতিকে সোমবার ৩.৩০-এর মধ্যে হলফনামা জামা দিতে হবে। পাশাপাশি ২৫+ ৫০০ নিয়োগকারী নিযুক্ত গ্রূপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্ত কাগজ পত্র মুখ বন্ধ খামে জমা দিতে হবে। খাম বন্দি অবস্থান সিল করে রাখতো হবে। আগামীদিনে তদন্তের জন্য কাজে লাগবে বলেও নির্দেশ দেন বিচারপতি।
হাইকোর্টের এই নির্দেশ রাজ্য শিক্ষামহলে তোলপাড় ফেলে দিয়েছে৷ রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ প্রসঙ্গে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘নিয়োগে দুর্নীতি কি হিমশৈলের চূড়া মাত্র? ২৫ নয়, এবার ৫০০ নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা পর্ষদের বিরুদ্ধে! নিয়োগপ্রাপ্তদের সাজা দেওয়ার আগে দুর্নীতির মাথাদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক হাইকোর্ট৷’’