SSC-র বিরুদ্ধে এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

কলকাতা: ভোটের মুখে ফের বিতর্কে জড়াল স্কুল সার্ভিস কমিশন৷ এবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ কমিশেনর বিরুদ্ধে৷ অভিযোগ, ১০ মার্চ নির্বাচনী বিধিনিষেধ চালু হয়ে গেলেও গত ১২ মার্চ বদলির নির্দেশিকা জারি করে স্কুল সার্ভিস কমিশন৷ নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কীভাবে জারি করা হয়েছে নির্দেশিকা? কমিশনকে কাঠগড়ায় তুলে প্রশ্ন স্কুলশিক্ষা দফতরের৷ তাহলে কী স্কুল শিক্ষা দফতরকে

b004b573aad06ccdeb4970dce496d9aa

SSC-র বিরুদ্ধে এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

কলকাতা: ভোটের মুখে ফের বিতর্কে জড়াল স্কুল সার্ভিস কমিশন৷ এবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ কমিশেনর বিরুদ্ধে৷

অভিযোগ, ১০ মার্চ নির্বাচনী বিধিনিষেধ চালু হয়ে গেলেও গত ১২ মার্চ বদলির নির্দেশিকা জারি করে স্কুল সার্ভিস কমিশন৷  নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কীভাবে জারি করা হয়েছে নির্দেশিকা? কমিশনকে কাঠগড়ায় তুলে প্রশ্ন স্কুলশিক্ষা দফতরের৷

তাহলে কী স্কুল শিক্ষা দফতরকে এড়িয়েই কী এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল? নাকি, দপ্তরের অনুমতি ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে কমিশন? প্রশ্ন তুলছেন শিক্ষকদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *