উচ্চ প্রাথমিকে মেধাতালিকা ও শূন্যপদের নয়া বিজ্ঞপ্তি SSC-র

কলকাতা: হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবশেষে শারীর ও শিক্ষা কর্মশিক্ষা বিষয়ে মেধাতালিকা ও শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷ শনিবার সন্ধ্যায় সেই তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও আজ রবিবার তা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে৷ শূন্যপদের তালিকা প্রকাশ করে কমিশনের তরফে জানানো হয়েছে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে ১০১৯ শূন্যপদে নিয়োগ করা

eb7bce024b6043dd3644ab402515b760

উচ্চ প্রাথমিকে মেধাতালিকা ও শূন্যপদের নয়া বিজ্ঞপ্তি SSC-র

কলকাতা: হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবশেষে শারীর ও শিক্ষা কর্মশিক্ষা বিষয়ে মেধাতালিকা ও শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷ শনিবার সন্ধ্যায় সেই তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও আজ রবিবার তা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে৷

শূন্যপদের তালিকা প্রকাশ করে কমিশনের তরফে জানানো হয়েছে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে ১০১৯ শূন্যপদে নিয়োগ করা হবে৷ বাংলা, হিন্দি, নেপালি, ওড়িশা, তেলেগু, উর্দু ভাষায় ক্ষেত্রে পৃথক পৃথক শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে৷ (দেখুন তালিকা-  www.westbengalssc.com/sscorg/wbssc/download/vacancy/FINAL%20VACANCY%20COUNT.pdf)

চূড়ান্ত শূন্যপদের তালিকা ১০ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে পার্শ্ব শিক্ষকদের জন্য৷ শারীর শিক্ষা ও কর্মশিক্ষা দুটি বিষয়ে পার্শ্ব শিক্ষকদের জন্য আসন ছেড়ে রেখেই তালিকা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন৷ একই সঙ্গে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে কমিশন৷ (দেখুন তালিকা- www.westbengalssc.com/sscorg/wbssc/download/vacancy/PHYSICAL-EDUCATION(UP).pdf)

মেধাতালিকায় পার্শ্বশিক্ষকদের ১০ শতাংশ সংরক্ষণ সহ তালিকা প্রকাশিত হয়েছে৷ শারীর শিক্ষায় বাংলা মাধ্যমের জন্য ১৮৮৯ চাকরিপ্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে৷ সেখানে একাডেমিক স্কোর ও লিখিত পরীক্ষার মোট নম্বর উল্লেখ রয়েছে৷ একইভাবে কর্মশিক্ষার বাংলা মাধ্যমের জন্য ১৯৭৭ জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন৷ একাডেমিক স্কোর ও লিখিত পরীক্ষার নম্বরের যোগফল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন৷ (দেখুন মেধাতালিকা- www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalListWedPhedInserv/)

গত পয়লা নভেম্বর উচ্চ প্রাথমিকে মেধাতালিকায় সংক্রান্ত মামলায় বড়সড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ শারীর শিক্ষা ও কর্ম শিক্ষায় শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য মেধাতালিকা প্রকাশের জন্য কমিশনকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷

আগামী ১৮ নভেম্বরের মধ্যে শারীর শিক্ষা ও কর্ম শিক্ষায় ঝুলে থাকা মেধা তালিকা প্রকাশ করতে হাইকোর্ট নির্দেশ দেয়৷ মেধাতালিকা প্রকাশের পর যদি কোনও অভিযোগ থাকে, তা কমিশনকে জানানো যাবে আগেই নির্দেশ দিয়েছিল আদালত৷ আদালতের নির্দেশ মেনে কমিশন আজ পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগে শারীর শিক্ষা ও কর্ম শিক্ষায় চূড়ান্ত তালিকা প্রকাশ করল৷ তবে, শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ এখনও বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া করা যাবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *