সুখবর! ৮টি নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ SSC-র, পড়ুন বিস্তারিত

সুখবর! ৮টি নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ SSC-র, পড়ুন বিস্তারিত

26bc295aee2016ddc0758537db066883

 

নয়াদিল্লি: রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন PSC-র পর এবার চাকরিপ্রার্থীদের সুখবর শোনাল কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশন৷ আনলক পর্বে বাকি থাকা নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট ও সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করেছে SSC৷ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷

আরও পড়ুন- ৭৮৯টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করবে CRPF, শুরু আবেদন প্রক্রিয়া

স্টাফ সিলেকশন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশোধিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে৷ তাতে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা টায়ার ওয়ান থেকে শুরু করে ২০১৯ সালের লেফট-ওভার প্রার্থীদের জন্য পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে৷ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা, ২০১৯ সালের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার সূচি প্রকাশিত করা হয়েছে৷ এছাড়াও ২০১৯ সালের স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ ও ‘ডি’ পরীক্ষা দিন ঘোষণা করেছে কমিশন৷ ২০১৯ সালের দিল্লি পুলিশ ও সিএপিএফের সাব ইন্সপেক্টর পদ-সহ দিল্লি পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে৷ (এই লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি- https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/revnotice_21072020.pdf )

আরও পড়ুন- ৪৪২টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট, শুরু আবেদন

5a04293aaca3e46d99eea804ca99aad1

আরও পড়ুন – SSC-র ভেরিফিকেশনের গেরোয় ‘হবু’ শিক্ষকরা, অনিশ্চয়তায় ৪,২০০ চাকরিপ্রার্থী

স্টাফ সিলেকশন কমিশনের সংশোধিত পরীক্ষার সময়সূচি আগামী ১২ থেকে ১৬ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে৷ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা হবে ২৭ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে৷ কবে, কোন বিষয়ে পরীক্ষা, এই সংক্রান্ত আরও বিস্তারত তথ্যের জন্য কমিশনের ওয়েবসাইট www.ssc.nic.in নজর রাখার পরামর্শ দিয়েছে কমিশন৷ তবে, মনে রাখা প্রয়োজন, করোনা সংক্রমণ দিনে দিনে আরও বাড়লে সেই সমস্ত পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব কি না, তা জানতে কমিশনের ওয়েবসাইটের নজর রাখা প্রয়োজন৷ চাকরির বাজারের সমস্ত খবর, সঠিক ও দ্রুত পেতে নজর রাখুন আজ বিকেল ডট কমের পাতায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *